আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের হুমকি উত্তর কোরিয়ার

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যেকোনো ধরনের যুদ্ধের জন্য উত্তর কোরিয়া প্রস্তুত বলে হুমকি দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ৭০তম বার্ষিকী উপলক্ষ্যে শনিবার দেশটির সামরিক কুচকাওয়াজে বক্তব্য দেওয়ার সময় তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।কিম জং উন বলেন, সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যেকোনো ধরনের যুদ্ধের জন্য পিইয়ং ইয়ং প্রস্তুত। ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সত্তরতম বার্ষিকী উপলক্ষ্যে ব্যাপক আয়োজন করেছে দেশটি। কয়েক হাজার সৈন্যের বিশাল সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে পিইয়ং ইয়ং এ।তবে দলটির এ অনুষ্ঠানে চীন ছাড়া বিশ্বের অন্য কোনো দেশের নেতাকে দেখা যায়নি। চীনের কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতা লিউ ইয়ুনসানকে কিমের পাশে দেখা গেছে। এ সময় তাকে উত্তর কোরিয়ার সেনা কর্মকর্তাদের সঙ্গে খোশ মেজাজে আলাপ-আলোচনা করতে দেখা যায়।চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া নিউজের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, দেশ দুটির সম্পর্ক উন্নয়নে তারা একসঙ্গে কাজ করবে।২০১১ সালে বাবার মৃত্যুর পর উত্তর কোরিয়ার ক্ষমতায় আসেন কিম জং উন। এর পর থেকে চীন তাদের যোগাযোগ বৃদ্ধি ও টেকসই উন্নয়নের জন্য দলটির সঙ্গে কাজ করতে আগ্রহ দেখায়।এসআইএস/আরআইপি

Advertisement