ঢাকা থেকে জামালপুর ডাবল লাইন বাস্তবায়ন এবং সারাদেশে রেলের সেবামান বৃদ্ধির দাবিতে শুক্রবার (১৩ মার্চ) রেল অভিযাত্রা কর্মসূচি পালন করবে বিভিন্ন পরিবেশবাদী ও সামাজিক সংগঠন। বৃহস্পতিবার কলাবাগানে পবা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
Advertisement
সংবাদ সম্মেলনে বলা হয়, ঢাকা টু জামালপুরের দুর্বল রেল লাইন ও সিঙ্গেল লাইনের কারণে সময় অপচয় এবং হয়রানির মাধ্যমে যাত্রীদের নিয়মিত দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ দুর্ভোগ লাঘবে ঢাকা টু জামালপুর ডাবল লাইন বাস্তবায়ন এবং বৃহত্তর ময়মনসিংহসহ সারাদেশে রেলের সেবামান বৃদ্ধির দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।
আয়োজকরা জানান, পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম (নাসফ), ডাব্লিউবিবি ট্রাস্ট, এনডিএফ, বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদ, জামালপুর সমিতি, সরিষাবাড়ী সমিতি, খিলগাঁও সামাজিক সংস্থা এবং জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হবে। ১৩ মার্চ সকাল ৭টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তিস্তা এক্সপ্রেসে জামালপুরের উদ্দেশে অভিযাত্রা শুরু হবে। গফরগাঁও, ময়মনসিংহ, জামালপুর স্টেশনে আমাদের দাবি সম্বলিত লিফলেট বিতরণ ও সমাবেশ শেষে আবার তিস্তা এক্সপ্রেস যোগে ঢাকায় ফিরে আসা হবে।
এসময় আয়োজক সংগঠনগুলোর পক্ষ থেকে বেশ কিছু দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- ঢাকা টু জামালপুর ডাবল লাইন দ্রুত বাস্তবায়ন, তারাকান্দি টু জামালপুর লাইন মেরামত ও লাইনে পাথর দেয়া, তারাকান্দি স্টেশনের টিকেটিং সিস্টেম কম্পিউটারের মাধ্যমে করা, সরিষাবাড়ী স্টেশনের আধুনিকায়ন করা।
Advertisement
এছাড়াও যাত্রীদের সুবিধা অনুযায়ী ট্রেনের সময়সূচি নির্ধারণ করে তা কার্যকর করা, টয়লেটসহ বগিসমূহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কমলাপুর স্টেশনে হেল্পডেস্ক রাখা, কমলাপুরসহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলোর সবগুলো কাউন্টার সবসময় সচল রাখা,পর্যাপ্ত লাইট ও সিট সংস্কার করা, যাত্রী সেবার মান বৃদ্ধি করা, বড় শহর ও উপশহরগুলোতে আধ ঘন্টা পরপর শাটল ট্রেন চালু করা, রেলের জমি পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণ করা এবং রেলে সকল প্রকার দুর্নীতি বন্ধ করা।
নাসফের সভাপতি মু. হাফিজুর রহমান ময়নার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পবার চেয়ারম্যান আবু নাসের খান, নাসফের সাধারণ সম্পাদক মো. তৈয়ব আলি, ডাব্লিউবিবি ট্রাস্টের প্রকল্প কর্মকর্তা মো. আতিকুর রহমান, জামালপুর সমিতির নির্বাহী সদস্য আতিক মোরশেদ, প্রকৌশলী মো. আনোয়ার হোসেন প্রমুখ।
এএস/এমএফ/এমকেএইচ
Advertisement