বিনোদন

খুনের প্রমাণের জন্য সালমানের ব্লাড টেস্ট

হিট এন্ড রান মামলা যেন পিছু ছাড়ছেনা বলিউডের ভাইজান সালমান খানের। ২০০২ সালের মুম্বাইয়ে গাড়ি চালানোর সময় গাড়ি দুর্ঘটনায় সালমানের বিরুদ্ধে দায়ের করা হয় মামলা। সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রার একটি আদালত এ মামলায় সালমানকে ৫ বছরের হাজতবাসের রায় প্রদান করেন। এ রায়ের বিরুদ্ধে আপীল করেন সালমানের আইনজীবি। তারপর তিনি জামিন পান।জানা যায়, ওই আপিল শুনানীতেই বাদীপক্ষের এক আইনজীবি দুর্ঘটনার সময় মাদকাসক্ত ছিলেন কিনা তা যাচাই করার জন্য সালমানের রক্ত পরীক্ষার জন্য আবেদন করেন আদালতের কাছে। তবে এ ব্যাপারে আপত্তি তুলেছেন এই বলিউড তারকার আইনজীবি। তিনি বলেন যে জিনিসের কোনো যৌক্তিক ভিত্তি নেই তার জন্য সালমানের রক্ত পরীক্ষাটা অপমানজনক। উল্লেখ্য, কোর্ট আগামী ১২ অক্টোবর পর্যন্ত শুনানী মুলতবি রেখেছেন। আদালত সিদ্ধান্ত নিলে ডোপ টেষ্টের জন্য রক্ত দিতে হবে বজরঙ্গি ভাইজানের। আরএএইচ/এলএ/আরআইপি

Advertisement