করোনা আতঙ্কে ইউরোপজুড়ে স্থগিত কিংবা বাতিল করা হচ্ছে একের পর এক ম্যাচ। সর্বশেষ স্থগিত ঘোষণা করা হয়েছে ইউরোপের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ।
Advertisement
ইউরোপের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ফুটবল আসর ইউরোপা লিগের শেষ ষোলোয় আজ রাতেই মুখোমুখি হওয়ার কথা রয়েছে ইতালির অন্যতম সেরা ক্লাব ইন্টার মিলান এবং স্প্যানিশ ক্লাব গেটাফে। এছাড়া স্পেনের আরেকটি সেরা ক্লাব সেভিয়া মুখোমুখি হওয়ার কথা এএস রোমার।
কিন্তু করোনাভাইরাস আতঙ্কে এই দুটি ম্যাচ আপাতত স্থগিত করার ঘোষণা দেয়া হয়েছে। কবে এই দুটি ম্যাচ মাঠে গড়াবে, সে সূচিও জানানো হয়নি।
বুধবার রাতেই উয়েফার এক অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, ‘ইতালি এবং স্পেনের মধ্যে আপাতত সব ধরনের যোগযোগ বন্ধ ঘোষণা করেছে স্পেন সরকার। উদ্ভূত পরিস্থিতিতে উয়েফো ইউরোপা লিগের শেষ ষোলর ম্যাচে সেভিয়া-রোমা এবং গেটাফে ও ইন্টারমিলানের ম্যাচ দুটি স্থগিতের ঘোষণা দেয়া হলো।’
Advertisement
করোনাভাইরাসের কারণে ইতালি এখন পুরোপুরি অবরূদ্ধ। টোটালি লকডাউন। এ পরিস্থিতিতে এএস রোমাও ঘোষণা দিয়েছে, তারা ম্যাচ খেলার জন্য স্পেনের সেভিয়ায় যাবে না। কারণ, তাদের প্লেনকে স্পেনের মাটিতে নামতে দেয়া হবে না। যদিও ম্যাচটি ক্লোজডোরে (দর্শকহীন স্টেডিয়াম) অনুষ্ঠিত হয়ার কথা ছিল।’
একই সঙ্গে স্প্যানিশ ক্লাব গেটাফেও বলে দিয়েছে, তারা ইন্টারমিলানের মুখোমুখি হতে ইতালিতে উড়ে যাবে না খেলার জন্য। এএস রোমা তাদের টুইটার পেজে এ নিয়ে লিখেছে, ‘সেভিয়ার বিপক্ষে ইউরোপা লিগের ম্যাচের জন্য এএস রোমা স্পেনে যাবে না। কারণ, তাদের বহন করা প্লেন স্পেনের মাটিতে ল্যান্ড করতে দেয়া হবে না।’
তবে, করোনা আতঙ্কে এই দুটি ম্যাচ স্থগিত হলেও ইউরোপা লিগে আজকের (বৃহস্পতিবার) বাকি ম্যাচগুলো ঠিকই অনুষ্ঠিত হবে। এইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট ও এফসি বাসেল, ইস্তাম্বুল বাসাকসেহির এবং এফসি কোপেনহেগেন, লাস্ক লিঞ্জ এবং ম্যানইউ, অলিম্পিয়াকস এবং উলভারহ্যাম্পটন, রেঞ্জার্স-বায়ার লেভারকুসেন, উলফসবার্গ এবং শাখতার দোনেতস্ক- এই ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়রা কথা রয়েছে আজ।
আইএইচএস/এমকেএইচ
Advertisement