টানা চার দিন বন্ধ থাকার পর ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সমঝোতার ভিত্তিতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার দুপুরে একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।বৈঠক সূত্রে জানা যায়, রোববার সকাল থেকে যথারীতি মেডিকেল কলেজে ক্লাস ছাড়াও অন্যান্য কার্যক্রম শুরু হবে। আর শনিবার বিকেল ৪টা থেকেই খুলছেছাত্র বাসগুলো। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. রেজাউল ইসলাম জুয়েল জানান, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সমঝোতা হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক থাকায় একাডেমিক কাউন্সিলের বৈঠকে কলেজ খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।কলেজের অধ্যক্ষ ডা. একে এম আহসান হাবিব জানান, তদন্ত কমিটিকে শিগগিরই রিপোর্ট দিতে বলা হয়েছে। যেসব ছাত্র অরাজকতা সৃষ্টিতে জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।উল্লেখ্য, মেডিকেল কলেজের ক্যান্টিন পরিচালনা নিয়ে বিরোধের জের ধরে গত মঙ্গলবার রাত ৩টার দিকে ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। আধা ঘণ্টাব্যাপি সংঘর্ষে ক্যান্টিন ছাড়াও হোস্টেলের তিনটি কক্ষ ভাঙচুর ও মালামাল তছনছ করা হয়।পরে বুধবার বেলা ১১টায় একাডেমিক কাউন্সিলের বৈঠকে মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পাশাপাশি বিকেল ৪টার মধ্যে ছাত্র-ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।লিমন বাসার/এআরএ/আরআইপি
Advertisement