ক্যাম্পাস

খুবিতে ‘করোনা আক্রান্ত’ গুজবের শিকার সেই নেপালি শিক্ষার্থী সুস্থ

‘আমি পুরো সুস্থ, ভালো আছি, কোনো সমস্যা নেই’ (I am quite fit, well, no problem)- প্রথাগতভাবে সম্বোধন করে ইংরেজিতে এমনভাবেই নিজের শারীরিক অবস্থার কথা জানালেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নেপালি ছাত্র মহাদেব তিউয়ারি। বুধবার উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান তাকে দেখতে গিয়ে তার শারীরিক অবস্থার কথা জানতে চাইলে এমন অভিব্যক্তি ব্যক্ত করেন মহাদেব।

Advertisement

সামান্য জ্বর ও সর্দি-কাশি নিয়ে গত রোববার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যান খুলনা বিশ্ববিদ্যালয়ের নেপালি শিক্ষার্থী মহাদেব তিউয়ারি। এ সময় তিনি করোনাভাইরাসে আক্রান্ত বলে গুজব ছড়িয়ে পড়ে।

কিন্তু বিষয়টি যে নিছক গুজব ছিলো তা প্রতীয়মান হয়েছে। প্যারাসিটামল ও হিস্টাসিনজাত ওষুধে দু ’দিন পরেই পুরো সুস্থ হয়ে ওঠেন ওই শিক্ষার্থী। যদিও হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে তাকে গত ৫ দিন আইসোলেশনে রাখা হয়।

উপাচার্য মহাদেব তিউয়ারির থাকা-খাওয়াসহ তার অন্যান্য খোঁজ-খবরও নেন। তিনি জানান, নেপালে তার বাবা-মা ও বোনের সঙ্গে নিয়মিত কথা হচ্ছে। তিনি তার সুস্থতার কথা জানিয়ে দিয়েছেন। এ সময় উপাচার্য তাকে শিগগিরই হলের রুমে ফিরে ক্লাস ও পড়াশোনায় মনোযোগ দেয়ার পরামর্শ দেন।

Advertisement

করোনাভাইরাসের বিষয়টি যেহেতু স্পর্শকাতর তাই এ বিষয়ে নিশ্চিত না হয়ে গুজব না ছড়ানোর জন্য উপাচার্য আবারও সকলের প্রতি আহ্বান জানান।

এ সময় সেখানে উপস্থিত আরও কয়েকজন নেপালি শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীদের প্রতি ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ইন্টারন্যাশনাল অফিসের আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন মহাদেব।

আলমগীর হান্নান/এফএ/এমকেএইচ

Advertisement