ক্যাম্পাস

ঢাবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত এ ভর্তি পরীক্ষা চলে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দীন, চারুকলা অনুষদের ডিন ও  চ-ইউনিট ভর্তি পরীক্ষার ইউনিট প্রধান ও সমন্বয়কারী অধ্যাপক নিসার হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। চ-ইউনিটে ১৩৫ আসনের জন্য মোট ৭ হাজার ৩১৯ জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৬টি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নেয়। প্রতি আসনের বিপরীতে লড়ে ৫৪ জন শিক্ষার্থী।উল্লেখ্য, চারুকলা অনুষদের ‘চ’ ইউনিটের অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী শনিবার সকাল ১০টা থেকে।  এমএইচ/একে/আরআইপি

Advertisement