ইরানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিপরিষদের অন্য দুই সদস্যের করোনভাইরাস রয়েছে বলে দেশটির আধা সরকারি সংবাদসংস্থা ফার্স নিউজ জানিয়েছে।
Advertisement
বুধবার সংবাদসংস্থা ফার্স জানায়, দেশটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গীরীর স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে কয়েকদিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল। এছাড়া তাকে বেশ কিছুদিন ধরে সরকারের উচ্চপর্যায়ের কোনো সভা-সমাবেশে দেখা যায়নি।
ফার্স আরও জানায়, করোনায় আক্রান্ত অন্য দুইজন মন্ত্রী হলেন- সাংস্কৃতিক ঐহিত্য, হস্তশিল্প ও পর্যটনমন্ত্রী আলী আসগার মৌনেসান এবং শিল্প, বাণিজ্য ও খনিমন্ত্রী রেজা রহমানী। তবে তাদের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।
ইরান করোনা আক্রান্ত দেশগুলোর মধ্য অন্যতম। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৪ জনে। উৎপত্তিস্থল চীন এবং ইউরোপের দেশ ইতালির পর ইরানেই সবচেয়ে বেশি মানুষ ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা গেছে।
Advertisement
সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ অপ্রয়োজনীয় ভ্রমণ বাতিলে এড়িয়ে চলা ছাড়াও সব ইরানি নাগরিককে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন। মুখপাত্র কিয়ানুশ জাহানপোর টেলিভিশন ভাষণে এ আহ্বান জানিয়েছেন।
ইরানের রাজধানী শহর তেহরানে সর্বোচ্চ সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর পরই দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ ঘটেছে মাজানদারান প্রদেশে। তৃতীয় স্থানে আছে কোম প্রদেশ। প্রথম এখানে করোনা রোগী শনাক্ত হয়।
ইরানের কোনো অঞ্চলকেই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে অবরুদ্ধ কিংবা কোয়ারেন্টাইন হিসেবে ঘোষণা করা হয়নি। তবে দেশটির ক্ষমতাসীন সরকার করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় ভ্রমণ এড়াতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে।
বিএ
Advertisement