রাশিয়া বিশ্বকাপ ও ২০১৯ এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে অংশ নিতে কিরগিজস্তান পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শুক্রবার দুপুরে ঢাকা থেকে রওয়ানা দিয়ে স্থানীয় সময় ভোর ৫.১০ মিনিটে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পৌঁছায় মামুনুল ইসলামের নেতৃত্বধীন ২৩ সদস্যের জাতীয় ফুটবল দল। আগামী ১৩ অক্টোবর বিশকেকের ডোলেন ওমারজাকোভ স্টেডিয়ামে কিরগিজস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে হোটেল জান্নাত রিজেন্সিতে বাংলাদেশ দলের থাকার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় সময় বিকেল ৪.০০টায় কিরগিজস্তান ফুটবল ফেডারেশন মাঠে কোচ ফ্যাবিও লোপেজের অধীনে প্রথম অনুশীলন সেশনে নামার কথা রয়েছে মামুনুলদের। বিশকেকের বর্তমান তাপমাত্রা ১৮ ডিগ্রীরও নীচে।বাছাইপর্বে নিজেদের গ্রুপে চার ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে সর্বনিম্ন স্থানে রয়েছে বাংলাদেশ। সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে পাঁচ দেশের এই গ্রুপে শীর্ষে রয়েছে জর্ডান। ৯ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া দ্বিতীয়, ৫ ও ২ পয়েন্ট নিয়ে পরের দুই স্থানে রয়েছে যথাক্রমে কিরগিজস্তান ও তাজিকিস্তান।এমআর
Advertisement