করোনাভাইরাস আতঙ্ক বেশ ভালোভাবেই জেঁকে বসেছে ইংল্যান্ডের ক্রিকেটে। শ্রীলঙ্কা সফরে আসার আগেই তারা ঠিক করেছিল, স্বাগতিক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকবে। যাতে করে পুরোপুরি ঝুঁকিমুক্ত থাকা যায় করোনা থেকে।
Advertisement
এবার নতুন আরেক নিষেধাজ্ঞা দেয়া হয়েছে জো রুট, বেন স্টোকসদের। ভক্ত-সমর্থকদের সঙ্গে সেলফি তোলা এবং তাদের কাছাকাছি যেতে বারণ করে দেয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে। পুরো সফরজুড়েই এ ব্যাপারে সতর্ক থাকার পরামর্শও দেয়া হয়েছে ইংলিশ ক্রিকেটারদের।
শুধু ক্রিকেটারদের জন্যই নয়, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে সমর্থকদের জন্যও। ইংল্যান্ডের বিখ্যাত সমর্থকগোষ্ঠি ‘বার্মি আর্মি’ প্রায় সব দেশেই যায় প্রিয় দলের খেলা দেখতে। এবারের শ্রীলঙ্কা সফরে যারা দলের সঙ্গে যোগ দেবে, তাদেরকে সবকিছুতে স্বাস্থ্যগত বিষয়কে সর্বোচ্চ প্রাধান্য দেয়ার পরামর্শ দেয়া হয়েছে। যাতে করে কোনো ধরনের অসুস্থতা বা ইনফেকশন না ছড়ায়।
বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব জানিয়েছে ইসিবি। তাদের ভাষ্য অনুযায়ী, ‘বিশ্ব স্বাস্থ্যসংস্থার পরামর্শ অনু্যায়ী দলের খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিতকরণে এবং শ্রীলঙ্কায় টেস্ট সফর ভালোভাবে শেষ করার লক্ষ্যে, দলের পক্ষ থেকে বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপ নেয়া হয়েছে। যার দরুণ অনেক নিত্যকার্যও অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে।’
Advertisement
বিজ্ঞপ্তিতে আরও লেখা হয়েছে, ‘ইংল্যান্ডের খেলোয়াড় এবং টিম স্টাফদের অপ্রয়োজনীয় জনসম্পৃক্ততা এবং সমর্থকদের সঙ্গে সেলফি ও অটোগ্রাফ বিনিময়ে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। আমরা বুঝতে পারছি, এটা সমর্থকদের জন্য ভালো খবর নয়। তবে দলের ভালোর জন্যই এ সিদ্ধান্ত নিতে হয়েছে আমাদের।’
এবারের শ্রীলঙ্কার সফরের মূল ম্যাচ শুরুর আগে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। এরপর ১৯ মার্চ গলে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। পুরো সিরিজেই ইসিবি, শ্রীলঙ্কা এবং বিশ্ব স্বাস্থ্যসংস্থার পরামর্শ অনুযায়ী চলবে ইংল্যান্ড ক্রিকেট দল।
এসএএস/এমকেএইচ
Advertisement