সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের ৬০টি লক্ষ্যবস্তুতে রাশিয়ার বিমানবাহিনীর হামলায় অন্তত ৩০০ জঙ্গি নিহত হয়েছে। গত ২৪ ঘণ্টায় রুশ হামলায় এসব জঙ্গি নিহত হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে।শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ায় আইএসের অবস্থান লক্ষ করে রুশ বিমান হামলা জোরদার করা হয়েছে। দিনে অন্তত ১০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে। গত ২৪ ঘণ্টায় বিমান হামলা চালিয়ে রাক্কা প্রদেশে জঙ্গিদের সদর দফতর ধ্বংস হয়েছে। ওই হামলায় আইএসের দুই ঊর্ধ্বতন নেতাসহ দুই শ` জঙ্গি নিহত হয়েছে।লাতাকিয়া ও ইদলিব প্রদেশেও জঙ্গিদের বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।উল্লেখ্য, ২০১১ সালের পর থেকে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় অন্তত আড়াই লাখ মানুষের প্রাণহানি ঘটেছে। এছাড়া গৃহহীন হয়ে পড়েছে সিরিয়ার কয়েক লাখ মানুষ।এসআইএস
Advertisement