খেলাধুলা

ইমরুল কায়েসের আরেক দুঃসংবাদ

এই জিম্বাবুয়ের বিপক্ষেই ঘরের মাঠে সর্বশেষ ওয়ানডে সিরিজে দুই সেঞ্চুরিসহ রেকর্ড ৩৪৯ রান করেছিলেন ইমরুল কায়েস। অথচ এবার ওয়ানডে সিরিজে সুযোগই মেলেনি তার। ভারত সফরে ব্যর্থতার পর তিন ফরমেটেই দলের বাইরে ইমরুল। এবার আরও এক বড় ধাক্কা খেলেন বাঁহাতি এই ওপেনার।

Advertisement

মঙ্গলবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে অনুশীলন করতে গিয়ে বাঁ পায়ের কনিষ্ঠ আঙুলে বেশ আঘাত পেয়েছেন ইমরুল। যে চোটের কারণে এক মাসের মতো মাঠের বাইরে থাকতে হবে তাকে।

এবার ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলে গাজী গ্রুপ ছেড়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে নাম লেখান ইমরুল। ১৫ মার্চ থেকে শুরু লিগ। সেজন্যই নিজেকে প্রস্তুত করছিলেন। এমন সময়ে পড়লেন চোটে।

বেশ কিছুদিন জাতীয় দলের বাইরে আছেন ইমরুল। সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন সেই ২০১৭ সালের অক্টোবরে। ওয়ানডের সর্বশেষ ম্যাচটি খেলেছেন ২০১৮ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর ভারত সফরে গিয়ে টেস্টে যারপরনাই ব্যর্থ।

Advertisement

ভারতে চার ইনিংসে একবারও দশের ঘর ছুঁতে না পারা ইমরুল ভীষণ সমালোচিত হন। এরপর অবশ্য বিপিএলে দারুণ খেলেছেন। কিন্তু জাতীয় দলে জায়গা ফেরত পাননি। খেলতে পারেননি পাকিস্তান সফরে, জিম্বাবুয়ের বিপক্ষেও আছেন দলের বাইরে।

এমএমআর/পিআর