করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ইতালির সঙ্গে সব ধরনের বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে ব্রিটিশ এয়ারওয়েজ। মঙ্গলবার থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত ইতালিতে ব্রিটিশ এয়ারওয়েজের কোনও বিমান চলাচল করবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
Advertisement
যুক্তরাজ্যের এই বিমান পরিবহন সংস্থা বলছে, ইতালির মিলান এবং রোম শহরে চলাচলকারী ৬০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ইতালি থেকে যারা আসবেন তাদের ১৪ দিনের জন্য অবশ্যই সেল্ফ কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে ব্রিটিশ সরকার।
ব্রিটিশ এয়ারওয়েজ বলছে, করোনাভাইরাস বিধ্বস্ত এই দেশটিতে যারা ভ্রমণে যাওয়ার অথবা আসার জন্য টিকেট বুক করেছিলেন; তারা পরবর্তীতে আবারও নতুন করে টিকেট নিতে অথবা পুরো অর্থ ফেরত পাবেন।
সংস্থাটির একজন মুখপাত্র বলেছেন, ইতালির সরকারের ঘোষণা এবং যুক্তরাজ্যের সরকারি ভ্রমণ সতর্কতা জারির পর আমরা বিমানের যাত্রীদের সঙ্গে যোগাযোগ করেছি। বিমান চলাচল স্থগিত করায় আগামী এপ্রিল থেকে মে মাসের শেষের দিক পর্যন্ত যাত্রীরা আগের টিকেটে ইতালি ভ্রমণ করতে পারবেন। তবে যাত্রীরা অর্থ ফেরত চাইলেও কর্তৃপক্ষ দিতে রাজি আছে বলে জানিয়েছেন তিনি।
Advertisement
সোমবার ইতালির প্রধানমন্ত্রী গুসেপে কন্তে করোনাভাইরাসের লাগামহীন বিস্তারের ঘটনায় সারা দেশের ৬ কোটি মানুষকে বাড়িতে অবস্থানের পরামর্শ দেন। এর ফলে ইতালির সবগুলো প্রদেশই এখন অবরুদ্ধ। করোনাভাইরাসের প্রাদুর্ভাব চীনে শুরু হলেও এখন দেশটিতে তা নিয়ন্ত্রণে এসেছে।
মঙ্গলবার করোনাভাইরাসের প্রাণকেন্দ্র হুবেই প্রদেশের উহান সফরে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিং করোনার লড়াইয়ে চীন বিজয়ী হয়েছে বলে মন্তব্য করেছেন। চীনে এই ভাইরাসে ৩ হাজার ১৩৬ জনের প্রাণহানি ঘটেছে। তবে চীনের পর এখন পর্যন্ত সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটেছে ইতালিতে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬৩ জনে, আক্রান্ত হয়েছেন প্রায় ৯ হাজার ১৭২ জন। যুক্তরাজ্যে সোমবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫১৯ জন এবং মারা গেছেন অন্তত ৫ জন।
এসআইএস/জেআইএম
Advertisement