ক্যাম্পাস

রাবি শিক্ষার্থীর কাছে পুলিশ সদস্যের দুঃখ প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বুধবার বিকাল ৫ টায় ছিনতাইকালে সাধারণ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও হামলার ঘটনায় শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন ওই পুলিশ কর্মকর্তা। শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বেলা ১১টা ৬ মিনিটে রাবি প্রক্টর অধ্যাপক মো. তারিকুল ইসলাম ওই ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের অফিসে ডেকে এনে কথা বলেন। সেখানে এনএসআই এর সদস্য, পুলিশের সদস্য ও ঘটনার সময় দায়িত্বরত পুলিশ অফিসার হুমায়ন কবির উপস্থিত ছিলেন। পরে সবার সম্মুখে ওই ঘটনার জন্য শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন পুলিশ।বুধবার প্রকাশ্যে ছিনতাই করতে গিয়ে ধরা পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক জনি আহমেদ ও নগরের বুলনপুর এলাকার সালমান শরীফ রাজন নামের এক যুবক। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।তবে ওই ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ছিনতাইকারী ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী জনি আহমেদের ছাত্রত্ব বাতিল ও যে পুলিশ সদস্য ছিনতাইকালে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ ও হামলা করেছিল ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে তাদের শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার দাবি নিয়ে আন্দোলন শুরু করে।তবে ওই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক মো. তারিকুল হাসান। তিনি জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তারপর উপযুক্ত সিদ্ধান্ত নেয়া হবে।রাশেদ রিন্টু/এসএস/এমএস

Advertisement