প্রবাস

করোনাভাইরাস: কাতারে বাংলাদেশ দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তি

সারা বিশ্বে নতুনভাবে এক মহা আতঙ্কের নাম করোনাভাইরাস যা ইতোপূর্বে কেড়ে নিয়েছে বহু প্রাণ। প্রতিনিয়ত এই প্রাণঘাতি ভাইরাসে আক্রান্ত হচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে এখন পর্যন্ত এ ভাইরাসে ১৮ জন আক্রান্ত হয়েছে।

Advertisement

করোনাভাইরাসের প্রভাবে সম্প্রতি কাতার সরকার বাংলাদেশসহ প্রায় ১৪টি দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এমতাবস্থায় বর্তমানে বাংলাদেশে যেসব কাতার প্রবাসী ছুটিতে আছেন তারাও নিষেধাজ্ঞা শেষ না হওয়া পর্যন্ত কাতারে প্রবেশ করতে পারবেন না।

কাতার সরকারের নির্দেশনা অনুযায়ী কাতার বাংলাদেশ দূতাবাস থেকে ৯ মার্চ জনসচেতনতামূলক এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে কাতার কর্তৃপক্ষ বাংলাদেশসহ বেশকিছু দেশ হতে যাত্রীদের কাতারে প্রবেশ সামায়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

কাতার কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের কারণে অনেক বাংলাদেশি নাগরিক যারা ছুটি শেষে সময়মতো কাতারে আসতে পারবেন না, তাদেরকে নিজনিজ নিয়োগকারী কর্তৃপক্ষ/কোম্পানি বা মালিকের (কফিল) সঙ্গে যোগাযোগ রক্ষা করার জন্য অনুরোধ করা হলো। সামায়িক এ নিষেধাজ্ঞার ফলে ভিসার মেয়াদ শেষ হওয়ার জটিলতা বা অনিয়মিত ছুটির বিষয়ে করণীয় জানতে দূতাবাসের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে।

Advertisement

এ বিষয়ে কাতার কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত হালনাগাদ তথ্য পরবর্তিতে জানানো হবে। এ ছাড়া, কাতার প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া অন্য কোনো দেশে ভ্রমণ থেকে আপাতত বিরত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। কাতারে বাংলাদেশি কোনো নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হলে দূতাবাসকে (৩৩৬৬ ২০০০) অবহিত করার জন্যও অনুরোধ করা হলো।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে নিম্নলিখিত বিষয়সমূহ মেনে চলার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো- একান্ত প্রয়োজন ছাড়া মার্কেট/জনসমাবেশ এড়িয়ে চলুন, আপনার বাসস্থান পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখুন, বার বার হাত ধুয়ে নিন, ঘন ঘন পানি পান করুন, হাঁচি বা কাশি দেওয়ার সময় টিস্যু/রুমাল দিয়ে মুখ ঢাকুন, জ্বর বা কাশি হলে মাস্ক ব্যবহার করুন, ১৬০০০ হটলাইনে যোগাযোগ করুন।

চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে লক্ষাধিক মানুষ এখন আক্রান্ত। শতাধিক দেশে বিস্তার লাভ করা কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারানো মানুষের সংখ্যা এখন ৩ হাজার ৮১৬ জন। চীনের পর ৩৬৬ মত্যৃ নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে আছে ইতালি। ইরানে মৃতের সংখ্যা ১৯৪।

এমআরএম

Advertisement