রাজনীতি

টাকা ভাগাভাগি নিয়ে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

ঢাকা মহানগর উত্তর যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ জন আহত হন।

Advertisement

সোমবার সন্ধ্যায় মিরপুর তিনশ' ফিটে কাফরুল থানা ও শাহ আলী থানার নেতাকর্মীদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতাদের বৈঠকে এ ঘটনা ঘটে।

আগামী বুধবার সারাদেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচিকে সফল করার পাশাপাশি থানা কমিটিকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা করার জন্য এ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের এক পর্যায়ে কমিটি গঠন নিয়ে অনিয়ম আর বাণিজ্যের অভিযোগ তুলে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।

এতে এক পক্ষের লাঠির আঘাতে শাহ আলী থানা যুবদলের সভাপতি মেরাজের মাথা ফেটে যায়। এছাড়া আরও একজন গুরুতর আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন জানান, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। কর্মসূচি নির্ধারণ করতেই তারা বৈঠকের আয়োজন করেছিলেন।

মহনগর যুবদলের দায়িত্বপ্রাপ্ত এক নেতা জানান, টাকা ভাগাভাগি করতে গিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়।

কেএইচ/জেএইচ/জেআইএম

Advertisement