জাতীয়

শাহজালালে ৪৫ কেজি স্বর্ণসহ ৩ বিদেশি নাগরিক আটক

হযরত শাহজালাল (রা) আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৫ কেজি স্বর্ণসহ তিন মালয়েশিয়ান নাগরিককে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ।শনিবার দুপুরে স্বর্ণগুলো জব্দ করা হয়। আটককৃতরা হলেন, হি উই খং (৩৮), জহারি বিন হারুন (৪১) এবং মোহাম্মদ আজওয়ান বিন সালেহীন (২১)।আসামিরা সকাল ১১টা ৪০মিনিটে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (এমএইচ-০১০২) কুয়ালামপুর থেকে ঢাকায় অবতরণ করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের তল্লাশি করে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ২৭ কোটি টাকা বলে দাবি করেছে শুল্ক কর্তৃপক্ষ।শুল্ক কর্তৃপক্ষের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) মো. শহীদুজ্জামান সরকার বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, আটককৃতরা নিজেদের স্বর্ণ আনার কথা স্বীকার করলেও তারা নিজেদের পাচারকারী নয় শুধুমাত্র বহনকারী বলে দাবি করছে। তবে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।আসামিদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় নিয়মিত ধারায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।এআর/এসকেডি/এমএস

Advertisement