দেশজুড়ে

২০ টাকার মাস্ক ২০০ রাখায় পাঁচ হাজার টাকা জরিমানা

দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর সর্বত্র বেড়েছে মাস্কের দাম। এ অবস্থায় বান্দরবানে করোনাভাইরাস প্রতিরোধে সার্জিক্যাল মাস্কের দাম নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

সোমবার (০৯ মার্চ) দুপুরে বান্দরবান বাজারে ২০ টাকার মাস্ক ২০০ টাকায় বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯-এর ৪০ নম্বর ধারায় শুভেচ্ছা কসমেটিকস অ্যান্ড গিফট হাউজ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কায়েসুর রহমান বলেন, করোনাভাইরাসে আক্রান্তের খবরে মাস্ক কিনতে মানুষের ভিড় বেড়েছে দোকানে। এ সুযোগে এক শ্রেণির মুনাফালোভী ব্যবসায়ী সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে আমরা ভ্রাম্যমাণ আদালতের আভিযান পরিচালনা করে বান্দরবান বাজারের শুভেচ্ছা কসমেটিকস অ্যান্ড গিফট হাউজেকে পাঁচ হাজার টাকা জরিমানা করি। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের পেশকার মো. নাজমুল হুদা ও বান্দরবান সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মাজাহারুল হক।

Advertisement

সৈকত দাশ/এএম/জেআইএম