সিরিয়ায় বোমা হামলা চালাতে গিয়ে যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় সম্মত হয়েছে রাশিয়া। চলতি সপ্তাহেই এ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। শনিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।পেন্টাগনের প্রেস সচিব পিটার কুক বলেছেন, যত দ্রুত সম্ভব চলতি সপ্তাহেই এ আলোচনা হবে। দেশ দুটির আলোচনায় সিরিয়ার আকাশে যুক্তরাষ্ট্র ও রুশ বিমানগুলোর মধ্যে কতটা দূরত্ব রাখা হতে পারে সে বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। এছাড়া বেতার তরঙ্গ বা অন্য মাধ্যমে পারস্পরিক যোগাযোগের বিষয়ও আলোচনায় স্থান পাবে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া পৃথকভাবে সিরিয়ায় আকাশপথে বোমা হামলা চালাচ্ছে। ফলে যেকোনো সময় সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এদিকে, সিরিয়ায় রুশ বিমান হামলা শুরু হওয়ার পর রাশিয়া তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করে আঙ্কারা। পরে যুক্তরাষ্ট্র ও ন্যাটোভুক্ত দেশগুলো রাশিয়ার বিমান হামলার ব্যাপারে সতর্কতা জারি করেছে।এর আগে, ১ অক্টোবর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা সিরিয়ার আকাশ সীমানায় নিরাপত্তা ইস্যুতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনায় বসে। কিন্তু ওই আলোচনা কোনো ফলপ্রসূ হয়নি।এদিকে, এ সপ্তাহের শুরুতে সিরিয়ার অাকাশে রাশিয়ার বিমানের কাছাকাছি একটি মার্কিন বিমান চলে এসেছিল। তবে কবে এ ঘটনা ঘটেছে তা জানায়নি পেন্টাগন। সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে রাশিয়া। আইএস জঙ্গিদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্রও সিরিয়ায় হামলা চালিয়ে আসছে। এর মাঝেই রাশিয়ার হামলা শুরুর পর পেন্টাগন বলছে, আইএস নয় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধীদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে রাশিয়া। এদিকে, পেন্টাগনের এ অভিযোগকে প্রত্যাখ্যান করেছে মস্কো।২০১১ সালের পর থেকে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় অন্তত আড়াই লাখ মানুষের প্রাণহানি ঘটেছে। এছাড়া গৃহহীন হয়ে পড়েছে সিরিয়ার কয়েক লাখ মানুষ।এসআইএস/এমএস
Advertisement