বিনোদন

আওলাদ হোসেনকে নিয়ে পরিচালক সমিতির আয়োজন

প্রয়াত চলচ্চিত্র সাংবাদিক মোহাম্মাদ আওলাদ হোসেন ছিলেন আপাদমস্তক চলচ্চিত্রের মানুষ। তিনি শুধু চিত্রপুরী নিয়ে সংবাদই প্রকাশ করতেন না। সবসময় ভাবতেন এই শিল্পের ভালো আর সাফল্যের কথা। আর তাই তিনি হয়ে ওঠেছিলেন চলচ্চিত্র পাড়ার সবচেয়ে সজ্জন মানুষটি। পরিচালক-প্রযোজক-শিল্পী থেকে শুরু করে এফডিসির দারোয়ানটি পর্যন্ত ছিলেন আওলাদ হোসেনের কাছের মানুষ। তিনি ছিলেন সকলের প্রিয়। তার প্রমাণ মিলেছে আওলাদ হোসেনের মৃত্যুর পর। অশ্রুসিক্ত নয়নে সকলেই আজ তাকে স্মরণ করছেন বারবার-শতবার। সেই স্মরণে আনুষ্ঠানিকতা দিতে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি শনিবার সারাদিন ব্যাপি আয়োজন করেছে নানা অনুষ্ঠানের। তারমধ্যে এদিন সকাল বেলায় আওলাদ হোসেনের আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম করা হয়। এরপর সারাদিন চলবে আলোচনা ও স্মরণ সভা। সেইসাথে বিকেলে আসর নামাজের পর জহির রায়হান কালার ল্যাবের মিলনায়তনে আয়োজন করা হয়েছে মিলাদ মাহফিলের। সেখানে উপস্থিত থাকবেন আওলাদ হোসেনের পরিবার, বন্ধু, সহকর্মীসহ চলচ্চিত্রের মানুষেরা। এ আয়োজন নিয়ে চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার বলেন, ‌‘আওলাদ হোসেন ছিলেন চলচ্চিত্রের সবচেয়ে বড় বন্ধু। তিনি যতদিন বেঁচে ছিলেন স্বপ্ন দেখেছেন এই অঙ্গনটাকে নিয়ে। তার সাথে আমাদের সম্পর্ক ছিলো ব্যক্তিগত, পরিবারের সদস্যের মতো। তার ‍মৃত্যুতে আমাদের মন, সময়, কাজ- সবই থমকে আছে। জানি সবকিছু আপন গতি ফিরে পাবে শিগগির। কিন্তু আওলাদ থাকবে আমাদের অন্তরে চিরদিনের বন্ধুটি হয়ে। সে যে ভালোবাসা চলচ্চিত্রের জন্য রেখে গেছে তার প্রত্যুত্তর দিতেই ক্ষুদ্র এক আয়োজন করেছি আমরা। সবাই তার আত্মার জন্য দোয়া করবেন। তার শোকাতুর পরিবারের পাশে থাকবেন।’এলএ

Advertisement