সোমবার দুপুর ১২টা। স্বাস্থ্য অধিদফতরের আইডিআরএ সম্মেলন কক্ষে করোনাভাইরাস নিয়ে সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা। গণমাধ্যমকর্মীদের একজন বেলা সাড়ে ১১টায় সম্মেলন কক্ষের পেছনের দিকে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার ক্যামেরার সংখ্যা ২৬টি বলে জানালেন। পাশে থেকে আরেকজন বললেন, ‘এখনও তো অনেকেই বাকি আছে।’
Advertisement
রোববার দেশে প্রথমবারের মতো করোনাভাইরাস আক্রান্ত তিনজন শনাক্তের পর আজ (সোমবার) স্বাস্থ্য অধিদফতরে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক, অনলাইন, দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীদের উপচেপড়া ভিড় দেখা যায়।
ঘন্টাখানেক আগে থেকেই গণমাধ্যমকর্মীরা সংবাদ সম্মেলন কভারের প্রস্তুতি নিতে থাকেন। আশপাশে থেকে বারবার শোনা যায়, একটু পরে লাইভ শুরু হবে। কেউ বলছিলেন, সাউন্ড পাচ্ছি না, কেউ বলেন, ভিডিও আসছে না। কেউ আবার দেরিতে এসে পেছনের দিকে একটু জায়গা করে নেয়ার জন্য অনুরোধ জানাতে থাকেন।
গণমাধ্যমকর্মীদের কেউ কেউ আবার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মাস্ক ও হ্যান্ড গ্লাভস পরে সংবাদ সম্মেলন কভার করতে আসেন। সবাই অপেক্ষায় ছিলেন কখন শুরু হবে আজকের সংবাদ সম্মেলন।
Advertisement
এমইউ/এমকেএইচ