করোনাভাইরাস সচেতনতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন শতাধিক লিফলেট বিতরণ করা হয়েছে। ওয়েসিস ফাউন্ডেশন নামের একটি সংগঠনের উদ্যোগে রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার, একাডেমিক ভবন, টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেটসহ বিভিন্ন জায়গায় প্রায় তিন শতাধিক লিফলেট বিতরণ করে তারা।
Advertisement
লিফলেটে করোনার উল্লেখযোগ্য লক্ষণ হিসেবে শ্বাস নিতে কষ্ট হওয়া, সঙ্গে জ্বর ও কাশি, দেহের বিভিন্ন অঙ্গ বিকল হওয়া এবং নিউমোনিয়াসহ বেশ কিছু লক্ষণ উল্লেখ করা হয়েছে।
করোনাভাইরাসের সচেতনতামূলক প্রচারণা সম্পর্কে ওয়েসিসের সাধারণ সম্পাদক জাহিদ ইব্রাহীম বলেন, করোনা বিষয়ে আমাদের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তেমন কোনো ধারণা নেই। আমরা চাই প্রথমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতার পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীদের সচেতন করা এবং পরবর্তীতে সর্বসাধারণকে সচেতন করা।
সালমান শাকিল/এএম/এমকেএইচ
Advertisement