ইতালিফেরত দুজনসহ তিন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দিয়েছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
Advertisement
এরই মধ্যে করোনাভাইরাস আতঙ্কে ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন কার্যালয়ের এক আলোচনা সভা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে কাজ করতে আসতে আসা ৭০ জনের বিশেষজ্ঞ দলের ব্যাপারে আপত্তি তোলা হয়েছে। ওই বিদেশিদের বাংলাদেশ আগমন ঠেকাতে আগামীকাল সোমবার (০৯ মার্চ) আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষকে চিঠি দেবেন সিভিল সার্জন ডা. মো. শাহ আলম।
রোববার (০৮ মার্চ) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত করোনাভাইরাস সচেতনা ও সতর্কতামূলক আলোচনা সভায় বিদ্যুৎকেন্দ্রে আসতে যাওয়া ওই বিদেশি নাগরিকদের ব্যাপারে আলোচনা হয়। সিভিল সার্জন ডা. মো. শাহ আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।
সভায় পুলিশ সুপার মো. আনিসুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার বক্তব্য রাখেন। সভায় জানানো হয়, বিদেশি ওই নাগরিকরা বিদ্যুৎকেন্দ্রে কাজ করতে আসার সুযোগ চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন।
Advertisement
এ ব্যাপারে সিভিল সার্জন ডা. মো. শাহ আলম বলেন, বিদেশি ওই প্রতিনিধি দলের আগমনের বিষয়ে আপত্তি জানানো হয়েছে। এ বিষয়ে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষকে চিঠি দেয়া হবে। এর পাশাপাশি সভায় জেলার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে কোয়ারেন্টাইন ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী পাওয়া গেলে সেখানে চিকিৎসা দেয়া হবে।
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক এ.এস.এম সাজ্জাদুর রহমান বলেন, সিভিল সার্জন কার্যালয়ের আপত্তির বিষয়টি আমরা জেনেছি। এখন বাংলদেশে যেহেতু করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে সেহেতু প্রতিনিধ দলটিও বাংলাদেশে আসবে কি-না সন্দেহ রয়েছে।
প্রসঙ্গত, আগামী ২৬ মার্চ বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রাংশ মেরামতের জন্য জার্মানি, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর থেকে ৭০ সদস্যের বিশেষজ্ঞ প্রতিনিধি দল আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে আসার কথা রয়েছে।
আজিজুল সঞ্চয়/এএম/এমকেএইচ
Advertisement