আজকের আগেও বাংলাদেশ ছিল ‘করোনাভাইরাসমুক্ত’। দুপুরের পর খবর আসে- বাংলাদেশে শনাক্ত হয়েছে ৩ জন করোনাভাইরাস রোগী। বিকেল থেকে মানুষের মধ্যে শুরু হয় আতঙ্ক। এখন দেশের বড় খবর এই করোনাভাইরাস।
Advertisement
করোনাভাইরাসের কারণে বিশ্বের খেলাধুলার সূচি এখন লন্ডভন্ড। একের পর এক খেলাধুলা বন্ধ ঘোষণা হচ্ছে। আগামী ২৬ মার্চ সিলেটে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই ম্যাচটি অনিশ্চিত।
ইতোমধ্যে স্থগিত হয়েছে ভারত ও কাতারের ম্যাচটি। আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচটি নিয়ে যে কোনো সময় আসতে পারে ফিফার নির্দেশনা।
এমন এক সময় আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ দেখতে এসে করোনাভাইরাস নিয়ে কথা বলেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে। তিনি পরিস্কারই বলেছেন, ‘খেলোয়াড় ও মানুষের স্বাস্থ্য আর নিরাপদের বিষয়টি সবকিছুর আগে।’
Advertisement
জেমি ডে বলেছেন, ‘ফিফা ও এএফসি ভাবছে এ অবস্থায় খেলা চালিয়ে যাওয়া উচিত কি উচিত নয়। তারা খেলা বন্ধ করলে আমরা খেলবো না। সেটাই স্বাভাবিক। তখন আমরা নতুন সিডিউলের জন্য অপেক্ষা করবো।’
আরআই/এসএএস/এমএস