জাতীয়

এবার পূজা হবে সাড়ে ২৮ হাজার মণ্ডপে

আর ক`দিন পরই শুরু সনাতন ধর্মাবলম্ববীদের শারদীয় দুর্গোৎসব। তাই এই উৎসবের আনন্দময় প্রস্তুতি এখন দেশজুড়ে। মন্দির-মণ্ডপগুলোতে প্রতিমা নির্মাণ, প্যান্ডেল-মঞ্চ স্থাপন, সাজসজ্জাসহ সব প্রস্তুতি এগিয়ে যাচ্ছে। এবার ঢাকা মহানগরের ২২৫টিসহ দেশের প্রায় সাড়ে ২৮ হাজার মণ্ডপে পূজা হবে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সূত্রে এ তথ্য জানা গেছে।হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব শুরু হবে ১৯ অক্টোবর। চলবে ২৩ অক্টোবর পর্যন্ত। ১২ অক্টোবর দুর্গাদেবীর আবাহন তথা মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে দেবীর আরাধনা। এর এক সপ্তাহ পর ১৯ অক্টোবর ষষ্ঠীতে দশভুজা দেবী দুর্গার আমন্ত্রণের মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। অবশ্য আগের দিন ১৮ অক্টোবর সন্ধ্যায় দেবীর বজনের মধ্য দিয়ে আগমনধ্বনি অনুরণিত হতে শুরু করবে। ২০ অক্টোবর মহাসপ্তমী এবং ২১ অক্টোবর মহাঅষ্টমী ও কুমারী পূজা। সনাতন পঞ্জিকা মতে এবার ২২ অক্টোবর একই দিনে মহানবমী ও বিজয়া দশমী পড়ায় ওই দিনই দেবী বিসর্জন হবেন। তবে সারাদেশে ২৩ অক্টোবরই বিজয়া শোভাযাত্রা সহকারে প্রতিমা বিসর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের হিসাবে এবার সারাদেশে প্রায় সাড়ে ২৮ হাজার মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সরকারি হিসাবে অবশ্য ২৮ হাজার ৩৪৫টি মণ্ডপে পূজা হচ্ছে। মহানগর সার্বজনীন পূজা কমিটির হিসাবে এবার ঢাকা মহানগরীর পূজামণ্ডপের সংখ্যা ২২৫, যা গতবছরের তুলনায় ৫টি বেশি।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ বলেন, শারদীয় দুর্গাপূজা কেবল হিন্দু সম্প্রদায় নয়, গোটা বাঙালিরই সার্বজনীন উৎসব। উৎসবটিকে সুষ্ঠুভাবে শেষ করতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে বরাবরের মতো এবারও প্রশাসনসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সর্বাত্মক সহযোগিতা দেবে বলে তাদের প্রত্যাশা।জেডএইচ/এসকেডি/এমএস

Advertisement