করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে সিলেটের হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা দুবাইফেরত সেই প্রবাসী করোনাভাইরাসে আক্রান্ত নন। তার শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায়।
Advertisement
রোববার (০৮ মার্চ) বিকেলে ডা. হিমাংশু লাল রায় বলেন, ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) দুজন প্রতিনিধি গত বৃহস্পতিবার সিলেটে এসে ওই প্রবাসীর রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকায় নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষার পর গতকাল শনিবার আমাদের জানানো হয়, ওই প্রবাসী করোনাভাইরাসে আক্রান্ত নন।
গত ২৯ ফেব্রুয়ারি দুবাই থেকে সিলেটে আসেন ওই প্রবাসী। তিনি সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। দেশে ফেরার পর থেকে জ্বর, কাশি ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন তিনি। পরে তিনি কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।। তবে অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকেরা তাকে সিলেটে চিকিৎসা করানোর পরামর্শ দেন। স্বজনরা গত বুধবার রাতে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে স্থানান্তর করা হয়।
ডা. হিমাংশু লাল রায় বলেন, বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা আগের চাইতে ভালো। এখন তার ঘন ঘন কাশি কমেছে এবং জ্বরের মাত্রাও কমে গেছে।
Advertisement
ছামির মাহমুদ/এএম/এমকেএইচ