জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ১০ অক্টোবর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘সভ্যতার ইতিহাস’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : প্রাচীনতম সভ্যতাগুলো কি কি? উত্তর : সিন্ধু সভ্যতা, মিসরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, পারস্য সভ্যতা, ব্যবিলনীয় সভ্যতা, রোমান সভ্যতা ও ইজিয়ান সভ্যতা। ২. প্রশ্ন : বিশ্ব সভ্যতার যাত্রা কবে শুরু হয়? উত্তর : খ্রিস্টপূর্ব ৫০০০ অব্দ থেকে। ৩. প্রশ্ন : পৃথিবীর কোন সভ্যতাকে প্রথম সভ্যতা বলা হয়? উত্তর : মিশরীয় সভ্যতাকে। ৪. প্রশ্ন : হোমো স্যাপিয়েন্স বা আধুনিক মানুষের উদ্ভব হয় কোন যুগে? উত্তর : সেনোজোয়িক যুগে। ৫. প্রশ্ন : আকৃতি ও প্রকৃতিগত দিক দিয়ে মানব জাতিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? উত্তর : চার ভাগে। ৬. প্রশ্ন : মানব জাতির শ্রেণি বিভাগগুলো কি কি?উত্তর : অস্ট্রেলয়েড, মঙ্গলয়েড, নিগ্রোয়েড ও ককেশীয়। ৭. প্রশ্ন : পাথর যুগ কয় ভাগে বিভক্ত? উত্তর : দুই ভাগে।৮. প্রশ্ন : পাথর যুগ কি কি?উত্তর : পুরোপলীয় যুগ ও নবোপলীয় যুগ। ৯. প্রশ্ন : প্রচীন মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? উত্তর : নীল নদের তীরে। ১০. প্রশ্ন : মিশরে কোন সভ্যতার সূচনা ঘটে? উত্তর : নগর সভ্যতার। ১১. প্রশ্ন : প্রথম পর্যায়ে মিশরীয় লিপি কি ছিল? উত্তর : চিত্রভিত্তিক। ১২. প্রশ্ন : ফারাও খুফুর পিরামিডের উচ্চতা কত? উত্তর : প্রায় চারশ’ ফুট। ১৩. প্রশ্ন : প্রাচীন মিশরীয়দের মতে পাপ-পূণ্যের বিচার কে করবে? উত্তর : ওসিরিস। ১৪. প্রশ্ন : হায়ারোগ্লিফিক কি? উত্তর : মিশরীয় লিপি। ১৫. প্রশ্ন : মেসোপটেমীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? উত্তর : টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরাঞ্চলে। ১৬. প্রশ্ন : সুমেরীয়, ব্যবিলনীয়, আশেরীয়, ও ক্যালডীয় সভ্যতা কোন সভ্যতার অন্তর্ভূক্ত? উত্তর : মেসোপটেমীয় সভ্যতার। ১৭. প্রশ্ন : মেসোপটেমিয়ার সবচেয়ে প্রাচীন সভ্যতাটি গড়ে তুলেছিল কারা? উত্তর : সুমেরীয়গণ। ১৮. প্রশ্ন : পাটিগণিতের গুণ পদ্ধতি কারা আবিষ্কার করে? উত্তর : মেসোপটেমীয়রা। ১৯. প্রশ্ন : সুমেরীয় সভ্যতার ধর্মীয় ও রাষ্ট্রীয় নেতাদের উপাধি কি ছিল? উত্তর : পাতেজী। ২০. প্রশ্ন : ব্যবিলনীয় সভ্যতার স্থপতি কে ছিলেন? উত্তর : হাম্মুরাবি। # আজকের সাধারণ জ্ঞান : ০৮ অক্টোবর ২০১৫এসইউ/এমএস

Advertisement