১০ম বারের মতো শনিবার রূপসী রূপসা নদীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌকাবাইচ প্রতিযোগিতা ২০১৫। নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত এ প্রতিযোগিতায় এবারও দেশের বৃহত্তম মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন লিমিটেড স্পন্সর। শনিবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ভৈরবের বদলে রূপসা নদীর ১নং কাস্টমস ঘাট থেকে খান জাহান আলী তথা রূপসা সেতু পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নগরীতে এক বর্ণাঢ্য র্যালিও বের করা হবে। নগর জীবনের ব্যস্ততা, কোলাহল, ক্লেদ, পঙ্কিলতা, নানা টানাপোড়েন ভুলে ক্ষণিকের উৎসবের আমেজে মজবে বিনোদন বঞ্চিত খুলনাবাসী। গ্রামীণফোন প্রতিযোগিতা চলাকালীন সেলফি কনটেস্ট দর্শনার্থীদের জন্য বাড়তি উৎসাহ এনে দিয়েছে। পছন্দের সেলফি তুলে ঘঝঝক.কঐটখঘঅ ফেসবুক পেজে রোববার রাত ১১টার মধ্যে আপলোড করে দিতে হবে। নৌকাবাইচকে উপজীব্য ধরে যেকোন স্থান থেকে তোলা সেলফি এ প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে। সেরা ১০টি সেলফি আপলোডকারীকে পুরস্কৃত করা হবে।এবারের প্রতিযোগিতায় ৬৫ হাত থেকে ৯৬ হাত দৈর্ঘ্যের বড় নৌকা গ্রুপে অংশ নিচ্ছে ১৮টি নৌকা। ছোট নৌকা গ্রুপে অংশ নিচ্ছে ৮টি নৌকা যার দৈর্ঘ্য ৩৯ থেকে ৫০ হাত। এসব নৌকা আসছে সাতক্ষীরা, তালা, পাইকগাছা, কয়রা, ডুমুরিয়া, তেরখাদা, নড়াইল, কালিয়া, মাগুরা, গোপালগঞ্জ, মাদারীপুর ও খুলনা থেকে। বিজয়ী বড় গ্রুপে চ্যাম্পিয়ন দলকে ১ লাখ, প্রথম রানার আপকে ৬০ হাজার ও দ্বিতীয় রানার আপকে ৩০ হাজার টাকা এবং ছোট গ্রুপে চ্যাম্পিয়ন ৫০ হাজার, প্রথম রানার আপ ৩০ হাজার ও দ্বিতীয় রানার আপকে ২০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে।মোল্লা মারুফ রশিদের সভাপতিত্বে এ আয়োজনের প্রধান সমন্বয়কারী খুলনা জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল। উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য এসএম মোস্তফা রশিদী সুজা । বিশেষ অতিথি থাকবেন খুলনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মিজানুর রহমান মিজান, কেসিসি মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনি, বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ, ডিআইজি বীর মুক্তিযোদ্ধা এসএম মনির-উজ-জামান বিপিএম, জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশীদ, জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, বিপিএম, গ্রামীণফোনের হেড অফ রিজিওনাল সেলস খুলনা এসএম সাজ্জাদ হোসেন ও বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান।আলমগীর হান্নান/এসএস/এমএস
Advertisement