দেশের প্রশাসনে নীতিনির্ধারণী হিসেবে বিবেচিত সচিব পদে ১০ জন নারী রয়েছেন। এছাড়া মাঠ প্রশাসনে রয়েছেন আটজন নারী জেলা প্রশাসক (ডিসি)। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে।
Advertisement
বর্তমানে প্রশাসনে ৭৫ জন ভারপ্রাপ্ত সচিব, সচিব ও সিনিয়র সচিব পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। তাদের মধ্যে সচিব পদে রয়েছেন ১০ জন নারী।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন জাগো নিউজকে বলেন, ‘সার্বিকভাবে মেয়েরা এখন প্রশাসনে অনেক এগিয়ে। সচিব, ডিসি, ইউএনও সব পদেই তারা রয়েছেন। প্রশাসনে মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর জন্য যা যা করা দরকার আমরা করছি।’
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব জুয়েনা আজিজ, পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) হিসেবে রয়েছেন সাহিন আহমেদ চৌধুরী।
Advertisement
নারী সচিবদের মধ্যে আরও রয়েছেন- অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন, তথ্য মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার, পরিকল্পনা কমিশনের সদস্য শামীমা নার্গিস, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান উম্মুল হাসনা, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি রেক্টর (সচিব) বদরুন নেছা।
দেশের ৬৪ জেলা প্রশাসকের মধ্যে নারী রয়েছেন ৮ জন। তাদের মধ্যে আনজুমান আরা নড়াইলের জেলা প্রশাসক, নাজিয়া শিরিন মৌলভীবাজারের জেলা প্রশাসক, সৈয়দা ফারহানা কাউনাইন নরসিংদীর জেলা প্রশাসক ও দিলসাদ বেগম রাজবাড়ীর জেলা প্রশাসক হিসেবে দায়িত্বে রয়েছেন।
এছাড়া শাহিদা সুলতানা গোপালগঞ্জের জেলা প্রশাসক, সাবিনা ইয়াসমিন পঞ্চগড়ের জেলা প্রশাসক, মোছা. সুলতানা পারভীন কুড়িগ্রামের জেলা প্রশাসক, আনার কলি মাহবুব শেরপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আরএমএম/এএইচ/পিআর
Advertisement