শীতের তীব্রতা কমে ফাগুনের পরশে বসন্তের আগমন ঘটেছে ২৩ দিন আগেই। প্রকৃতিতেও বিরাজ করছে পুরোমাত্রায় ঋতুরাজ বসন্ত। তবে রোববার কুয়াশার চাদর মোড়ানো সকাল দেখে অনেকেই শীতকাল বলে কিছুটা বিস্মিত হয়েছেন।
Advertisement
এদিন দিনাজপুরে ভোর থেকে ঘন কুয়াশায় মোড়ানো রয়েছে চারপাশ। ভোর থেকে অনেক বেলা পর্যন্ত ঘন কুয়াশার রাজত্ব থাকায় সব ধরনের যানবাহন চালাতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে।
শহরের বাহাদুর বাজার এটিএম বুথের গার্ড মো. রেজাউল করিম বলেন, শেষ রাত থেকে কুয়াশা পড়তে শুরু করে। সকালে একটু দূরের জিনিসও দেখা যাচ্ছিল না। তবে ঘন কুয়াশা পড়লেও শীতের তীব্রতা তেমন নেই।
অ্যাডভোকেট মিন্টু কুমার পাল জানান, সহনীয় শীতের আবেশে ঘন কুয়াশার কারণে স্বাভাবিক জীবনযাত্রার ছন্দপতন ঘটেছে।
Advertisement
লিচুচাষি মোসাদ্দেক হোসেন বলেন, এবার শীত একটু দেরিতেই গেছে। তাই লিচু গাছে ১৫ দিন আগেই মুকুল এসেছে। এই কুয়াশা লিচুর মুকুলের জন্য অনেক ভালো। দিনাজপুর আবহাওয়া অফিসের পর্যবেক্ষক তোফাজ্জল হোসেন জানান,গত শুক্র ও শনিবার দিনাজপুরে বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। আর বৃষ্টির পর এরকম কুয়াশা নতুন কিছু নয়। তবে সকালে দ্রুত কুয়াশা সরে যাবে।
এমদাদুল হক মিলন/এফএ/পিআর