বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন ৭ মার্চ। এই দিনটিতেই বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সেই সময়ের রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দি উদ্যান) স্বাধীনতার ডাক দেন। বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
Advertisement
এ প্রজন্মের তরুণদের জন্য দিনটিকে উদযাপনের উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়াং বাংলা’। তাদের আয়োজনে রাজধানী ঢাকার আর্মি স্টেডিয়ামে চলছে জয় বাংলা কনসার্ট। কনসার্ট শুরু হয়েছে শনিবার (৭ মার্চ) দুপুর ১টায়।
গেল কয়েক বছর ধরে এই কনসার্ট ঘিরে তরুণদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। তবে এবারের আয়োজনটি আরও বিশেষ। কারণ, এটি হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবর্ষকে ঘিরে।
গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর সহ-প্রতিষ্ঠান ইয়াং বাংলার তত্ত্বাবধায়নে ষষ্ঠবারের মতো হচ্ছে এই আয়োজন। যেখানে সরাসরি অংশ নিচ্ছে দেশের ১১টি ব্যান্ড। কনসার্টের শুরুটা হয় বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৫টি ব্যান্ডের পারফরমেন্স দিয়ে।
Advertisement
এরপর মূল কনসার্টের অংশ হিসেবে বেলা আড়াইটা থেকে মধ্যরাত পর্যন্ত যথাক্রমে মঞ্চ মাতাবে এফ মাইনর, মিনার, অ্যাভয়েড রাফা, শূন্য, ভাইকিংস, লালন, আরবোভাইরাস, ক্রিপটিক ফেইট, নেমেসিস, ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস এবং সবশেষে চিরকুটের সদস্যরা।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত স্বাধীনতার গান গেয়ে মঞ্চ মাতাবে ব্যান্ড দলগুলো। সেই সঙ্গে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ এবং মুক্তিযুদ্ধভিত্তিক হলোগ্রাফিক রিপ্রেজেন্টেশন থাকছে কনসার্টের বিশেষ চমক হয়ে।
এলএ/জেআইএম
Advertisement