ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী রোক্সানা মারাসিনেনো বললেন, করোনাভাইরাসের শঙ্কায় লিগ ওয়ানের ম্যাচ বাতিলের সম্ভাবনা নেই। এরপর তিন দিন মাত্র পেরোল, বাতিল হয়ে গেল লিগ ওয়ানে নেইমারদের দল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) আর স্ট্রাসবুর্গের মধ্যকার ম্যাচ।
Advertisement
ফরাসি ক্রীড়ামন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, লিগ ওয়ানের ম্যাচ সূচি অনুযায়ীই চলবে। যেহেতু দর্শকরা বেশিরভাগই স্থানীয়, তাই করোনাভাইরাসের শঙ্কায় ম্যাচ বন্ধ করার প্রয়োজন হবে না।
বাস্তবে দেখা গেল উল্টো চিত্র। তার ওই মন্তব্যের তিনদিন না পেরোতেই বাতিল ঘোষণা করা হলো পিএসজি আর স্ট্রাসবুর্গের ম্যাচটি। শনিবার বিকেলে থিয়েরি লরের দলকে মোকাবেলা করতে এলসেসে যাওয়ার কথা ছিল ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের। কর্তৃপক্ষ তার আগেই দিলেন বাতিলের ঘোষণা।
ওই এলাকায় শুক্রবার পর্যন্ত কমপক্ষে ৪৯ জন করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। যার ফলে পূর্বনির্ধারিত কয়েকটি অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
Advertisement
অন্য খেলার মতো ভাইরাসের প্রাদুর্ভাবে আক্রান্ত হয়েছে ফুটবলও। এখন পর্যন্ত বিশ্বজুড়ে অনেক ম্যাচ বাতিল করা হয়েছে। ইতালিতে গত সপ্তাহে কয়েকটি ম্যাচ বাতিল হয়। সরকার ঘোষণা দিয়েছে, ৩ এপ্রিল পর্যন্ত ম্যাচগুলো আয়োজন করতে হলে তা ‘ক্লোজ ডোর’ হবে।
মরক্কো, সৌদি আরব, আরব আমিরাতেও মাঠে দর্শকদের নিষিদ্ধ করা হয়েছে।
এমএমআর/এমএস
Advertisement