আন্তর্জাতিক

আমিরাতে আরও ১৫ জন করোনায় আক্রান্ত

মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে নতুন করে আরও ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রণালয় শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে।

Advertisement

নতুন করে আরও ১৫ জন এই ভাইরাসে আক্রান্ত হওয়ায় এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ জনে। স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রণালয় জানিয়েছে, আরব আমিরাতে করোনায় আক্রান্ত দুই চীনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ওই রোগীদের মধ্যে একজনের বয়স ৩৮ বছর এবং অপরজনের বয়স ১০ বছর। আমিরাতে ওই পরিবারের সদস্যদের শরীরেই প্রথম করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। ওই পরিবারে চারজন সদস্য রয়েছে। তারা সবাই চিকিৎসা নিয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই চারজনই এখন করোনামুক্ত।

আমিরাতে করোনায় আক্রান্তদের মধ্যে একজন করে থাইল্যান্ড, মরক্কো, চীন ও ভারতের নাগরিক। অপরদিকে দু’জন করে সৌদি আরব, ইথিওপিয়া এবং ইরানের নাগরিক। অপরদিকে, আমিরাতের তিন নাগরিকও এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Advertisement

এদিকে, এই ভাইরাসে আক্রান্তদের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা থাকায় পাঁচজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত ৭ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

টিটিএন/এমএস