দেশজুড়ে

আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু, আহত ২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফিরোজ মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় সোহেল মিয়া (৩০) ও কবির মিয়া (৩৫) নামে আরো দুইজন আহত হয়েছেন।পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে আখাউড়া উপজেলার রামধননগর গ্রামের বাসিন্দা ফিরোজ মিয়ার বাড়িতে ভবন নির্মাণের কাজ চলছিল। দুপুর ১২টার দিকে পিলারের জন্য বসানো লোহার রড উপর দিকে উঠালে তা সরবরাহ লাইনে গিয়ে লাগে। এতে ওই তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদেরকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় নেয়ার পথে বিকেলে ফিরোজ মিয়া মারা যান।এদিকে, আহতদের হাসপাতালে আনার পর আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো চিকিৎসক ছিলেন না বলে অভিযোগ করেছেন আহতদের স্বজনরা। তবে তাদেরকে অ্যাম্বুলেন্সে উঠানোর পর মাজহারুল ইসলাম নামে একজন চিকিৎসক আসেন।এ ব্যাপারে ডা. মাজহারুল ইসলাম জাগো নিউজকে বলেন, বিদ্যুৎস্পৃষ্টে দু’জনের শরীর বেশি ঝলসে যাওয়ায় তাদের বাঁচার সম্ভাবনা খুব কম। তাই প্রাথমিক চিকিৎসা দিয়ে তিনজনকেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমত আরা এ্যানি বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।আজিজুল আলম সঞ্চয়/এমজেড

Advertisement