জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা চালিয়ে তাদের কয়েকজন শিক্ষার্থীকে পিটিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের সামনে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন জাবি শিক্ষার্থীরা। হামলাকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলে শিক্ষার্থী বলে জানা গেছে।হামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাসের চালক, কন্ট্রাক্টরসহ ৬ জন শিক্ষার্থী আহত হন। প্রত্যক্ষদর্শী বাসের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাস বঙ্গবাজার থেকে টিএসসি হয়ে পৌনে ৭ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলে পৌঁছলে ১০-১২ জন ছাত্রলীগ কর্মী পাইপ, লাঠি নিয়ে অতর্কিত হামলা করে। এ সময় তারা বাসের চালক, কন্ট্রাক্টরকে কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। বাসে থাকা শিক্ষার্থীরা প্রতিবাদ করলে তাদের উপরও হামলা চালানো হয়। একপর্যায়ে স্যার এফ রহমান হল থেকে সিনিয়র নেতৃবৃন্দরা এসে হামলাকারীদের নিয়ে যায়।এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এম আমজাদ আলী বলেন, ‘এট ঠিক হামলা না, কয়েকজন ছাত্র এ কাজ করেছে বলে শুনেছি। আমি আমার পক্ষ থেকে তাদের খোঁজার জন্য চেষ্টা করছি। রাতের ভেতরে তাদের খোঁজ পেয়ে যাবো। দোষী সাব্যস্ত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’।এ বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা বলেন, ‘আমি বিষয়টি অবগত হয়েছি ইতোমধ্যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এর সাথে যোগাযোগ করেছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে, দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেবেন’।হাফিজুর রহমান/এসএইচএস
Advertisement