দেশজুড়ে

শিল্পমন্ত্রী বললেন আমিও লবণচাষি, আপনাদের দুঃখ বুঝি

লবণচাষিদের বাঁচিয়ে রাখা সরকারের নৈতিক দায়িত্ব উল্লেখ করে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হূমায়ুন বলেছেন, শুধু বড় ব্যবসায়ীদের স্বার্থ দেখলে হবে না; ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের বাঁচিয়ে রাখতে হবে। প্রয়োজনে লবণচাষিদের ভর্তুকি দেয়া হবে। ন্যায্যমূল্য নিশ্চিতে প্রকৃত লবণচাষিদের চিহ্নিত করে বিসিকের মাধ্যমে লবণ মজুত করা হবে।

Advertisement

শুক্রবার (০৬ মার্চ) দুপুরে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত পাবলিক লাইব্রেরি মাঠে লবণচাষি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিল্পমন্ত্রী বলেন, চাষিদের বাঁচাতে লবণের ন্যায্যমূল্য নিশ্চিতে ভর্তুকি দেয়া হবে। ব্যবস্থা করা হবে কৃষিঋণের। লবণচাষিদের দাবিগুলো যথাযথ মূল্যায়ন করা হবে। লবণের ন্যায্যমূল্য এবং চাষ বাড়াতে স্থায়ী সমাধান করা হবে।

তিনি বলেন, লবণের ন্যায্যমূল্য নিশ্চিতে ব্যবসায়ীদের নিয়ে বসবে সরকার। ব্যবসায়ীদের সঙ্গে বসে চাষিদের স্বার্থরক্ষায় যা করণীয় সব পদক্ষেপ নেয়া হবে। ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে লবণের ন্যায্যমূল্য নির্ধারণ করা হবে।

Advertisement

শিল্পমন্ত্রী বলেন, চকরিয়ায় আমার লবণচাষের জমি রয়েছে। আমিও লবণচাষি। চাষি হিসেবে আপনাদের দুঃখ-কষ্ট বুঝি। দীর্ঘদিন থেকে ঘোষণা আসছে লবণকে শিল্পপণ্য হিসেবে তালিকাভুক্তির। এবার সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে লবণের ন্যায্যমূল্য নিশ্চিতে উপযোগিতা যাচাই-বাছাইসহ কক্সবাজারের লবণবোর্ড প্রতিষ্ঠা করা হবে। একজন লবণচাষি হিসেবে আমি আপনাদের সঙ্গে আছি।

জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফার সভাপতিত্বে ও উপ-প্রচার সম্পাদক এম এ মনজুরের সঞ্চালনায় লবণ সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত আসনের এমপি কানিজ ফাতেমা মোস্তাক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম।

সায়ীদ আলমগীর/এএম/জেআইএম

Advertisement