মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নিরাপত্তার জন্য নয় বরং বাংলাদেশের কাছে নিশ্চিত পরাজয়ের ভয়েই বাংলাদেশে আসতে অনিহা প্রকাশ করেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। তিনি শুক্রবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে শহীদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চ ও স্মৃতিস্তম্ভ উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শুধু অস্ট্রেলিয়া ক্রিকেট দলের জন্য নয়। বিশ্বের যে কোনো ক্রিকেট দল এবং কুটনৈতিকদের জন্য বাংলাদেশে যে নিরাপত্তার ব্যবস্থা রয়েছে তা উন্নত বিশ্বের অনেক দেশের চাইতে সন্তোষজনক। প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ আজ বিশ্ব দরবারে একটি আলোচিত নাম। এমডিজি, এসডিজি, নারী ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নের এক রোল মডেল হিসেবে স্বীকৃত। আর এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের এই বিশাল অর্জনকে কলঙ্কিত করতে দেশি ও বিদেশি ষড়যন্ত্রকারীরা উঠে পড়ে লেগেছে। কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল গনি ভূঁইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, কামাল উদ্দিন দেওয়ান, যুগ্ম সম্পাদক এবিএম তারিকুল ইসলাম, সদস্য মাজেদুল ইসলাম সেলিম, পৌর আওয়ামী লীগ সভাপতি আহমেদুল কবির, সাধারণ সম্পাদক শাহ আলম দেওয়ান, যুবলীগ সভাপতি মো. বাদল হোসেন প্রমুখ। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শারমিন আক্তারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আব্দুর রহমান আরমান/এমজেড/এমএস
Advertisement