দেশজুড়ে

দিন-দুপুরেই উধাও আড়াই লাখ টাকা!

মাদারীপুর জেলার শিবচর পৌর এলাকার চৌরাস্তা মোড়ের ব্যস্ততম প্রধান সড়কের পাশে দুটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর দেড়টার সময় দোকানের শাটারের তালা ভেঙে এই চুরির ঘটনা ঘটে। দুটি দোকানের ক্যাশ ভেঙে দুই লক্ষ ঊনচল্লিশ হাজার টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।শিবচর পৌর এলাকার থানা সড়কের চৌরাস্তা মোড়ে আওয়ামী লীগ ভবনের নীচতলা রাব্বি ফটোস্টাট অ্যান্ড স্টেশনারি থেকে দুই লাখ পাঁচ হাজার টাকা এবং পাশের দোকান বৈশাখী স্টোর থেকে ৩৯ হাজার টাকা চুরি করে নিয়ে গেছেন দুর্বৃত্তরা নিয়ে গেছে বলে দোকান মালিকরা জানান।ভুক্তভোগী দোকানিরা জানান, দুপুরে দোকান বন্ধ করে জুম্মার নামাজ পড়তে গেলে প্রায় দেড় ঘণ্টা পর দোকানে এসে দোকানের শাটারের তালা ভাঙা অবস্থায় দেখতে পান তারা। এভাবে মাঝে মধ্যেই স্বল্প সময়ের মধ্যে একই কায়দায় বাারবার চুরির ঘটনায় হতবাক শিবচর বাজারের ব্যবসায়ীরা। অহরহ চুরির ঘটনার কোনো হদিসই করতে পারছে না শিবচর থানা পুলিশ। এমনকি কোনো চুরির সঙ্গে সম্পৃক্ত কোনো চোরকেই গ্রেফতার করতে পারেনি তারা। রাব্বি ফটোস্টাট অ্যান্ড স্টেশনারির মালিক মো. রাব্বি খান জাগো নিউজকে জানান, জুম্মার নামাজ শেষে বাসা থেকে দুপুরের খাবার খেয়ে এসে দেখি দোকানের একটি তালা ভাঙা। ভেতরে গিয়ে দেখা যায় ক্যাশ বাক্স ভেঙে আমার বিকাশ ব্যবসায়ের জন্য রাখা ২ লাখ ৫ হাজার টাকা নেই। এছাড়া বৈশাখী স্টোরের মালিক মো. মাসুদ মিয়া জাগো নিউজকে জানান একই কায়দায় আমার দোকানের তালা ভেঙে ক্যাশ বাক্স থেকে ৩৯ হাজার নিয়ে গেছে। উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর রাতে শিবচর পৌর এলাকার সড়ক-৭১ এর মো. সিদ্দিকুর রহমানের ৬৬নং ওষুধের দোকান থেকে একটি ল্যাপটপ ও নগদ ৬৬ হাজার টাকা এবং ৫০নং হার্টটাচ গিফট গ্যালারি থেকে একটি ল্যাপটপ ও নগদ ১৭ হাজার টাকা চুরি হয়। কিন্তু পুলিশ এ পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেননি। মাঝে মধ্যেই শিবচর পৌর এলাকায় বড় ধরনের চুরির ঘটনা ঘটছে।  শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার জাগো নিউজকে বলেন, চুরির ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়। শিবচর থানা পুলিশের কর্মকর্তা (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুরি হওয়ার ব্যাপারে তদন্ত অব্যাহত রয়েছে। তবে কোনো পুলিশ কর্মকর্তাই এ ব্যাপারে কথা বলতে চান না। এ কে এম নাসিরুল হক/এমজেড/এমএস

Advertisement