বিনোদন

কলকাতার সব পাবলিক টয়লেটে মিলবে ন্যাপকিন

হঠাৎ ঋতুস্রাব শুরু হলে বিব্রতকর পরিস্থিতিতে পড়াটা নারীদের নিত্যনৈমিত্তিক ঘটনা। আর দোকানে গিয়ে লোকের সামনে প্যাড কিনতে চাওয়াটা আজও সমাজে লজ্জার বলে মনে করেন তারা। তাই রাস্তাঘাটে নারীদের অনেক সময় অস্বস্তিতে পড়তে হয়।

Advertisement

আর এ কারণে কলকতা শহরে এক বিপ্লব ঘটানোর শপথ নিয়েছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। তার সঙ্গে রয়েছেন কলকাতার প্যাডম্যান শোভন মুখোপাধ্যায় ও রাহুল দাশগুপ্ত। তাদের উদ্যোগে কলকাতার সব পাবলিক টয়লেতে বসছে ন্যাপকিন ভেন্ডিং মেশিন। কলকাতার সবকটি টয়লেটে এই সুবিধা পাওয়া যাবে।

নিজের ফেসবুক পেজে পোস্ট করে ঋতাভরী জানিয়েছেন, আগামী জুনের মধ্যে পুরো কাজ সম্পূর্ণ করবেন তারা। কলকাতাকে দেশের প্রথম শহর হিসেবে গড়ে তুলবেন, যেখানে সব জায়গায় নারীরা এই সুবিধা পাবেন। ঋতাভরী চান, এটা শুধু মেয়েদের সমস্যা না হয়ে তাদের স্বাস্থ্যের দায়িত্ব হোক।

আর কলকাতার প্যাডম্যান শোভন যাদবপুর, গড়িয়া, কালীঘাট, গোলপার্কের মতো জায়গায় আগেই এই ধরনের মেশিন বসিয়েছেন। ২ টাকা দিলেই সেসব ভেন্ডিং মেশিন থেকে স্যানিটারি ন্যাপকিন পাওয়া যায়। এমনকি তাদের মেশিন একবার ভেঙে দেয়ার চেষ্টা হয়েছিল। বলা হয়েছিল, মেশিনটা অশ্লীল। যদিও সব বাধা পেরিয়ে আজও এগিয়ে চলেছেন শোভন।

Advertisement

সামনেই মুক্তি পাবে ঋতাভরীর নতুন ছবি ‘ব্রহ্মা জানে গোপন কম্মোটি’। এতে একজন নারী ব্রাহ্মণের ভূমিকায় অভিনয় করছেন তিনি। স্বাভাবিকভাবেই তার ছবি সমাজের অনেক নিয়মনীতি ভাঙতে চলেছে। কিছুদিন আগেই ওই ছবির পোস্টারে দেখা গিয়েছিল দশভূজা ঋতাভরী আর তার এক হাতে স্যানিটারি ন্যাপকিন।

এমএসএইচ/এমএস