দেশজুড়ে

কারাগারে চলছে মাদকাসক্তদের চিকিৎসা

`রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ` এ প্রতিপাদ্য বিষয় নিয়ে ঝালকাঠি জেলা কারাগারে আটক ১০ মাদকাসক্তকে সুস্থ করার জন্য নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। তাদের মানসিক অবস্থার পরিবর্তনের জন্য জেলার মো. শরিফুল ইসলাম নানাবিধ চিকিৎসা ও পদ্ধতি গ্রহণ করেছেন। আটকরা মাদকাসক্ত হওয়ায় তাদের অত্যাচারে অভিভাবকরা অতিষ্ঠ হয়ে থানা পুলিশের মাধ্যমে কারাগারে বন্দি রেখেছেন। জেলার মো. শরিফুল ইসলাম জাগো নিউজকে বলেন, ঝালকাঠি জেলা কারাগারে অভিভাবকরা তাদের মাদকাসক্ত সন্তানদের ভালো ও সুস্থ করার জন্য কারাগারে আটক রাখছেন। বর্তমানে ১০ জন মাদকাসক্ত বন্দি রয়েছেন। তাদের সুস্থ ও মাদকমুক্ত করে মানসিক অবস্থার পরিবর্তন করতে বিভিন্ন ধরনের চিকিৎসা এবং পদ্ধতি গ্রহণ করা হয়েছে। এছাড়াও বিশেষ বিশেষ দিনে তাদের জন্য পোলাও, গরুর মাংস, খাসির মাংস, চিকেন ফ্রাই, ফিস ফ্রাই, পায়েস, মুড়ি, সাদা ভাত, আলুর দম, সালাদ, পান-সুপারি, মিষ্টি, চমচম ইত্যাদি খাবারের ব্যবস্থা করা হয়ে থাকে। এই প্রথম বন্দিরা কারাগারে বসে চিকেন ফ্রাই খেয়েছে। বন্দিরা আগের তুলনায় অনেক ভালো আছেন। কারাগারের ভেতর বন্দিদের জন্য মনোরম পরিবেশ বিরাজ করছে। কারাগার থেকে আদালতে হাজিরা দিতে যাবার সময় কথা হয় বন্দি কয়েকজন মাদকসেবির সঙ্গে। তারা বলেন, আমরা মাদকাসক্ত হয়ে দিন দিন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছিলাম। বাবা-মাকে নেশার টাকার জন্য অনেক অত্যাচার ও নির্যাতন করেছি। তারা আমাদের ভালো করার জন্য জেলখানায় বন্দি রেখেছেন। এখানকার কর্মকর্তা, প্রহরি সবাই বন্ধুসুলভ আচরণ করে আমাদের মাদকমুক্ত করতে সফল হয়েছেন। আমরা এবং কারাগার এখন মাদকমুক্ত রয়েছে। মো. আতিকুর রহমান/এমজেড/এমএস

Advertisement