আন্তর্জাতিক

করোনা আতঙ্ক: বেলজিয়াম সফর বাতিল করলেন মোদি

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় বেলজিয়াম সফর বাতিল করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১৩ মার্চ ব্রাসেলসে ইন্ডিয়া-ইউরোপীয় ইউনিয়ন সম্মেলনে অংশ নেয়ার কথা ছিল ভারতের এই প্রধানমন্ত্রীর। করোনা পরিস্থিতি বিবেচনায় এই সম্মেলন বাতিল করা হয়েছে বলে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে। বেলজিয়ামে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ২৩ জন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার বলেন, এ দুই অঞ্চল সফর না করতে স্বাস্থ্য কর্তৃপক্ষ পরামর্শ দেয়ায় উভয়পক্ষ সম্মেলনের সূচি পুনর্নির্ধারণে সম্মত হয়েছে। এই সম্মেলনের ব্যাপারে পরে দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে সুবিধাজনক সময়ে সূচি নির্ধারণ করা হবে।

Advertisement

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দার লিয়েনের সঙ্গে ১৫তম ইন্ডিয়া ইউরোপীয় ইউনিয়নের এই সম্মেলনে ১৩ মার্চ অংশ নেয়ার কথা ছিল ভারতের প্রধানমন্ত্রীর।

ইউরোপীয় ইউনিয়ন ভারতের বাণিজ্যের বৃহত্তম অংশীদার হলেও এই জোটের সঙ্গে এখন পর্যন্ত মুক্তি বাণিজ্য চুক্তিতে পৌঁছতে পারেনি নয়াদিল্লি। গত কয়েক বছর ধরে আলোচনা চললেও এই চুক্তি আলোর মুখ দেখেনি। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে নয়াদিল্লির দীর্ঘমেয়াদী বাণিজ্য সম্পর্ক রয়েছে।

অধিকৃত জম্মু-কাশ্মীর সঙ্কট এবং বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) জেরে ইউরোপের বিভিন্ন দেশের সমালোচনার মুখে পড়েছে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন ভারতের ক্ষমতাসীন সরকার। ভারতের বিতর্কিত নাগরিকত্ব এই আইনকে কেন্দ্র গত ২৪ ফেব্রুয়ারি থেকে চারদিন ধরে দিল্লিতে সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনাও ঘটেছে। এতে প্রাণ গেছে অন্তত ৪৭ জনের। এদিকে, ভারতে বৃহস্পতিবার পর্যন্ত ৩০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে কর্তৃপক্ষ। করোনায় আক্রান্তদের ১৬ জনই ইতালীয় পর্যটক। ইতালির এ পর্যটকদের ১৪ জনকে নয়াদিল্লিতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

Advertisement

প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে তীব্র আতঙ্ক তৈরি হওয়ায় ভারতের রাজধানী নয়াদিল্লির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার। আগামী ৩১ মার্চ পর্যন্ত এসব প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ জারি করেছে নয়াদিল্লি সরকার।

বুধবার এক টুইট বার্তায় এ বছরের হলি উৎসবে যোগ দেবেন না বলে জানান নরেন্দ্র মোদি। টুইটে তিনি বলেন, নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা গণজমায়েত কমানোর পরামর্শ দিয়েছেন। এমন পরিস্থিতিতে চলতি বছরের হলি উৎসবে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মোদি।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। তখন থেকে এখন পর্যন্ত অন্তত ৩ হাজার ৩০৩ জনের প্রাণ কেড়েছে করোনা। এছাড়া এই ভাইরাস বিশ্বের ৮০টিরও বেশি দেশ অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এতে আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৩৩৬ জন। তবে চীনের বাইরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে ইরান এবং ইউরোপের দেশ ইতালিতে। এ দুই দেশেই বৃহস্পতিবার পর্যন্ত ১০৭ জন করে মানুষের প্রাণ গেছে।

সূত্র : এএফপি, এনডিটিভি।

Advertisement

এসআইএস/এমকেএইচ