স্বাস্থ্য

শনিবার থেকে কুয়েতপ্রবাসীদের স্বাস্থ্য পরীক্ষা

রাজধানীর মহাখালীতে অবস্থিত ইনস্টিটিউট অব পাবলিক হেলথের (আইপিএইচ) ল্যাবরেটরিতে কুয়েতপ্রবাসী বাংলাদেশি নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। শনিবার (৭ মার্চ) থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে।

Advertisement

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত কোনো রোগী শনাক্ত না হলেও বাংলাদেশে অবস্থিত কুয়েত দূতাবাস কুয়েতপ্রবাসী বাংলাদেশি নাগরিকদের ‘করোনামুক্ত’ মেডিকেল সার্টিফিকেট গ্রহণ বাধ্যতামূলক করে দিয়েছে। কুয়েত দূতাবাসের এই ঘোষণায় বিপাকে পড়ে প্রবাসী বাংলাদেশি নাগরিকরা। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ল্যাবরেটরি থেকে পরীক্ষার করে মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করার পরামর্শ দিয়েছিল কুয়েত দূতাবাস। এর ফলে বুধবার থেকে কুয়েতপ্রবাসী বাংলাদেশিরা আইইডিসিআরে ভিড় জমায়। তবে আইইডিসিআর এ-সংক্রান্ত মেডিকেল সার্টিফিকেট দিতে অস্বীকৃতি জানায়। উদ্ভূত পরিস্থিতিতে জরুরি সভা ডাকে স্বাস্থ্য অধিদফতর।

নাম প্রকাশ না করার শর্তে সভায় উপস্থিত একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানান, শনিবার থেকে কুয়েতপ্রবাসী নাগরিকরা পাসপোর্ট টিকিট ও প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্রসহ জনস্বাস্থ্য ইনস্টিটিউটে রিপোর্ট করবেন। সেখানে চিকিৎসকরা তাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে সন্তুষ্ট হলে মেডিকেল সার্টিফিকেট প্রদান করবেন।

Advertisement

এমইউ/এসআর/এমকেএইচ