খেলাধুলা

সিএবির বিপক্ষে ড্র করেছে বাংলাদেশের যু্বারা

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে প্রথম তিনদিনের ম্যাচটি ড্র করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। বাংলাদেশের ব্যাটসম্যানদের দুর্দান্ত নৈপুণ্যের পর বোলারদের দাপটে ফলোঅনে পড়ে সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে ড্র করেছে কলকাতার দলটি।বিকেএসপির ৪ নাম্বার গ্রাউন্ডে প্রথম ইনিংসে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল ৮ উইকেট হারিয়ে ৪০০ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে। বিসিবির আমিনুল ইসলাম ২৬২ বল মোকাবেলা করে ১৭টি চারের সাহায্যে ১২২ রান করেন। এছাড়া ওপেনার রাতুল খানের ব্যাট থেকে আসে ৮৪ রান। সিএবি তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শাহাদাত হৃদয়ের বোলিং তোপে পড়ে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৪৮ রান। দলের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন অর্নব ভট্টাচার্য। এছাড়া ৩০ রান করেন রোহিত মন্ডল। বাংলাদেশের হয়ে শাহাদাত নেন সর্বোচ্চ ৪টি উইকেট। এছাড়া ২টি করে উইকেট তুলে নেন মুকিদুল ইসলাম এবং নওশাদ ইকবাল। ফলোঅনে পড়ে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়ে সিএবি দ্বিতীয় ইনিংস শেষ করে ১৫৮ রান তুলে। দলের ওপেনার এসকে বিশ্বাস করেন অপরাজিত ৭১ রান। এছাড়া অর্নব ভট্টাচার্য করেন অপরাজিত ৪৮ রানের ইনিংস। বাংলাদেশের হয়ে দুটি উইকেট তুলে নেন আমিনুল ইসলাম।আরটি/জেডএইচ/এমএস

Advertisement