স্বামী স্ত্রীর বোঝাপড়ার গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘আপন আঁধার’। সম্প্রতি এক দূর্ঘটনায় মৌমির তিন মাসের বাচ্চা মিসকারেজ হয়। এই বাচ্চাকে নিয়ে তাদের মধ্যে অনেক স্বপ্ন ছিল। অকালে সেই স্বপ্ন ভেঙে যাওয়ায় মৌমি মানসিকভাবে ভেঙে পড়ে।
Advertisement
তাই ডাক্তারের পরামর্শে তাকে নেপাল নিয়ে আসে অভ্র। এখানে আসার পরে মৌমি একধরণের আতংকে ভোগে। তার মনে হয়, কেউ তাকে আড়াল থেকে ফলো করছে। কিন্তু সে সামনে আসছে না। ডাক্তার বলেছে, এধরণের মানসিক অবস্থায় এমন নানা ধরণের হেলুসিনেশন হয়ে থাকে।
এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘আপন আঁধার’। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। নাটকটিতে অভ্র চরিত্রে অভিনয় করেছে চিত্রনায়ক ইমন ও মৌমির চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ।
নাটকটিতে আরও একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম। নির্মাতা সূত্রে জানা গেছে শুক্রবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।
Advertisement
এমএবি/এলএ/এমকেএইচ