৪৮টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ‘ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি উইন্টার স্ম্যাশ-২০২০’ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে গত ২৬ ফেব্রুয়ারি থেকে পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতা শুরু হয়।
Advertisement
এবারের পর্বে বালক একক ও মিশ্র দ্বৈত ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বালক দ্বৈত এবং বালিকা একক ও দ্বৈত ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে যথাক্রমে সিলেট মেট্রোপলিটন, ড্যাফোডিল ও নর্থসাউথ বিশ্ববিদ্যালয়। অনুষদ দ্বৈত ক্যাটাগরিতে জয়ী হয়েছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ জিয়াউল হক মামুন।
ভিশন ইলেকট্রনিক্সের ব্র্যান্ড ম্যানেজার শেখ মাহাবুবুর রহমান, প্রাণ ফুডস লিমিটেডের ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার ইসমাইল হোসেন এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষক ও বিশ্ববিদ্যালয়টির স্পোর্টিং ক্লাবের সমন্বয়কারী এ এস এম আসিফ এ সময় উপস্থিত ছিলেন।
Advertisement
পঞ্চমবারের মতো এ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেছে প্রাণ ফুডস লিমিটেডের স্ন্যাকস ব্র্যান্ড ‘ক্র্যাকো’ এবং কো-স্পন্সর ড্রিংকো ফ্লোট ও ভিশন ইলেকট্রনিক্স। টুর্নামেন্টের সহযোগিতা করেছে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন।
আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে এটি সবচেয়ে বড় ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এবারের টুর্নামেন্টে ছয় ক্যাটাগরিতে ১২০টির মতো দল অংশগ্রহণ করে।
এসআর/এমকেএইচ
Advertisement