সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে আহত আরো পাঁচজন বাংলাদেশি হাজি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই নিয়ে মিনায় বাংলাদেশি নিহত হাজির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ জনে। শুক্রবার সৌদি হজ মিশনে কর্মরত কবির হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে বাংলাদেশ হজ মিশন বৃহস্পতিবার জানিয়েছিল মোট ৬১ জন বাংলাদেশি হাজি মারা গেছেন। শুক্রবার তা বেড়ে ৬৭ জনে দাঁড়িয়েছে। কবির হোসেন জানান, বর্তমানে মক্কার বিভিন্ন হাসপাতালে মিনা ট্র্যাজেডিতে আহত আরও ২০ জনের মতো চিকিৎসাধীন রয়েছেন। এদের বেশির ভাগের বয়স ৬০ বছরের উপরে। এ অবস্থা নিয়ে নির্ধারিত সিডিউল ফ্লাইটে আহত হাজিরা আসতে পারবে না বলে মনে হচ্ছে।উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর মিনায় ‘শয়তানের স্তম্ভে’ পাথর ছুড়তে যাওয়ার পথে পদদলিত হয়ে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত হাজির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১২শ। ইতোমধ্যে সৌদি কর্তৃপক্ষ নিহত ১২শ হাজির ছবি প্রকাশ করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে। এ ঘটনায় আহত হন আরো ৯৩৪ জন। গত ২৫ বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ হজ দুর্ঘটনা।আরএম/জেডএইচ/এমএস
Advertisement