যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলে কর্মরত এক কর্মী করোনায় আক্রান্ত হওয়ায় সেখানকার অফিস বন্ধ করে দিয়েছে ফেসবুক। এক ঘোষণায় ফেসবুক জানিয়েছে, সিয়াটলে তাদের সদর দফতরে কাজ করেন এমন একজন ঠিকাদার সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন।
Advertisement
যেহেতু সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী এই ভাইরাসের প্রকোপ দ্রুত ছড়িয়ে পড়ছে তাই সিয়াটলের অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংস্থাটির তরফ থেকে জানানো হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সিয়াটলের অফিসে কাজ করেছেন ওই কর্মী।
বুধবার রাতেই এ বিষয়ে কর্মীদের অবগত করেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে জানানো হয়েছে যে, আগামী ৯ মার্চ পর্যন্ত অফিস বন্ধ থাকবে।
কর্মীদের বর্তমানে বাড়িতে বসেই নিজেদের কাজকর্ম করার জন্য উৎসাহিত করা হয়েছে। ফেসবুকের মুখপাত্র ট্রেসি ক্লেটন এক বিবৃতিতে বলেন, আমাদের স্টেডিয়াম ইস্ট অফিসের এক ঠিকাদার কোভিড-১৯য়ে আক্রান্ত হয়েছে। আমরা আমাদের কর্মীদের এ বিষয়ে জানিয়েছি।
Advertisement
তিনি আরও বলেন, প্রত্যেকের স্বাস্থ্য এবং সুরক্ষাকে গুরুত্ব দিতে গণস্বাস্থ্য কর্মকর্তাদের পরামর্শ মেনে চলছি আমরা। এদিকে, বুধবার নিজেদের কর্মীদের বাড়িতে বসেই অফিসের কাজ করার পরামর্শ দিয়েছে মার্কিন বহুজাতিক প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট।
করোনাভাইরাসের প্রকোপ যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য যুক্তরাষ্ট্রে অবস্থানকারী প্রতিষ্ঠানটির কর্মীদের বাড়িতে অবস্থান করেই কাজ করতে বলা হয়েছে।
সিয়াটলে সংস্থাটির সদর দফতর এবং ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ায় নতুন করে একজনের মৃত্যু হওয়ায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে।
যুক্তরাষ্ট্রের ১৬ অঙ্গরাজ্যে এখন পর্যন্ত নভেল করোনাভাইরাসে কমপক্ষে ১৫০ জন আক্রান্ত হয়েছে। এদিকে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ১১ জনের মধ্যে ১০ জন ওয়াশিংটন অঙ্গরাজ্যের বাসিন্দা। তবে সম্প্রতি টেক্সাস এবং নেব্রাস্কাতেও এই ভাইরাসের প্রকোপ বাড়ছে।
Advertisement
টিটিএন/পিআর