করোনাভাইরাসের আতঙ্কে বাতিল করা হলো গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘আই/ও’। যুক্তরাষ্ট্রের মাউন্টেনভিউ ক্যালিফোর্নিয়ার শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে আগামী ১২-১৪ মে সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
Advertisement
মঙ্গলবার বার্ষিক সম্মেলন বাতিলের খবরটি জানায় গুগল।
গুগল জানিয়েছে, করোনাভাইরাস সংক্রমণ শঙ্কায় গুগল অনুষ্ঠান করার ঝুঁকি নিতে চাচ্ছে না। অংশগ্রহণকারীদের পুরো অর্থ ফেরত দেয়া হবে। বিভিন্ন স্বাস্থ্য সংস্থার কাছ থেকে পাওয়া নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অংশগ্রহণকারীরা আগামী ১৩ মার্চের মধ্যে পুরো টাকা ফেরত পাবেন। এছাড়া যারা টিকিট কিনেছেন তারা আগামী বছরের পাস নিতে তা খরচ করতে পারবেন।
Advertisement
গতবছর গুগলের এই সম্মেলনে সাত হাজারেরও বেশি অংশগ্রহণকারী যোগ দিয়েছিলেন। এটিকে গুগলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্ষিক আয়োজন হিসেবে ধরা হয়।
করোনা আতঙ্কে এরই মধ্যে ফেসবুক নিজেদের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘এফ ৮’ বাতিলের ঘোষণা করেছে। বাতিল হয়েছে এবছরের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসও।
এএ
Advertisement