স্বাস্থ্য

স্তন ক্যান্সার সচেতনতা দিবস শনিবার

স্তন ক্যান্সার সচেতনতা দিবস শনিবার। ২০১৩ সাল থেকে সম্মিলিতভাবে প্রতি বছর ১০ অক্টোবর এই দিবসটি পালিত হয়ে আসছে।প্রতি বছরের মত এবারও স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করবে। স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়, আইসিডিডিআর-বি, মাতৃশিশু স্বাস্থ্য ইনস্টিটিউটের সংশ্লিষ্ট বিভাগসমূহ এ বিষয়ে একসঙ্গে কাজ করবে।এ উপলক্ষে শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের মাধ্যমে ‘দেশের স্তন ক্যান্সার পরিস্থিতি ও করণীয়’ বিষয় সম্পর্কে অক্টোবর মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের গৃহীত বিস্তারিত কার্যক্রম তুলে ধরবেন ফোরামের সমন্বয়কারী ও জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের ক্যান্সার ইপিডেমিওলজি বিভাগের প্রধান ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার।এতে আরো বক্তব্য রাখবেন ক্যান্সার ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. মোশাররফ হোসেন, ক্যান্সার সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. শেখ গোলাম মোস্তফা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সারওয়ার আলম, গাইনি অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাবেরা খাতুন, অধ্যাপক ডা. আশ্রাফুন্নেসা, মাতুয়াইলের মা ও শিশু স্বাস্থ্য হাসপাতালের পরিচালক অধ্যাপক সারিয়া তাসনিম, আইসিডিডিআর-বি’র ক্রনিক ডিজিজ বিভাগের অন্তর্বর্তী প্রধান ডা. আলিয়া নাহিদ, ক্যান্সার সার্জন ডা. হাসানুজ্জামান, ব্রেস্ট ক্যান্সার সারভাইভার অধ্যক্ষ রোকেয়া রুমি ও নিলুফার ইয়াসমিন।একে/এমএস

Advertisement