ধর্ম

আল্লাহর সন্তুষ্টি লাভের আমল

আল্লাহ মানুষে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তাই মানুষ কোন কোন কাজ করবে আর কোন কাজ থেকে বিরত থাকবে। কুরআন ও হাদিসে তার বিশদ বর্ণনা এসেছে। মানুষকে আল্লাহ বিভিন্ন মাধ্যমে নাজাত দান করবেন। যা শিখিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের একটি আমল জাগো নিউজে তুলে ধরা হলো-আমলটি হচ্ছে-رَضِيتُ بِاللَّهِ رَبًّا وَبِالإِسْلاَمِ دِينًا وَبِمُحَمَّدٍ صلى الله عليه وسلم نَبِيًّا وَ رَسُوْلًاউচ্চারণ : রদিতুবিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দিনাও ওয়া বি মুহাম্মাদিন (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা) নাবিয়্যাও ওয়া রাসূলা। (মুসলিম, মুসনাদে আহমদ, তিরমিজি, মিশকাত)অর্থ : ‘আমি আল্লাহকে প্রতিপালক হিসাবে, ইসলামকে দ্বীন হিসাবে এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নবী ও রাসূল হিসাবে পেয়ে খুশি হয়েছি। [এক হাদিসে এসেছে নবী হিসেবে পেয়ে খুশি, অপর হাদিসে এসেছে রাসূল হিসেবে পেয়ে খুশি।]ফজিলতহজরত ছাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় নিয়মিত এই দোয়াটি তিনবার পড়বে তাকে সন্তুষ্ট করা আল্লাহ তায়ালার দায়িত্ব হয়ে যায়।রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলবে আমি আল্লাহকে প্রতিপালক হিসেবে, ইসলামকে দ্বীন হিসেবে এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রাসূল হিসেবে পেয়ে খুশি হয়েছি। তার জন্য জান্নাত ওয়াজিব। (মুসলিম)লক্ষ্যণীয় : যারা আমল করবেন, সকালে ফজরের নামাজের পর এবং বিকালে মাগরিবের নামাজের পরপরই আমল করার উত্তম সময়।পরিশেষে....উক্ত দোয়াটি নিয়মিত আমল করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তাওফিক চাই। আল্লাহ আমাদের কবুল করুন। আমিন।জাগো ইসলামে লেখা পাঠাতে ই-মেইল : jagoislam247@gmail.comজাগোনিউজ২৪.কমের সঙ্গে থাকুন। কুরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন। আমিন, ছুম্মা আমিন।এমএমএস/এমএস

Advertisement